• তথ্য ও প্রযুক্তি

জব সাইট তৈরি করছে ওপেনএআই

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : অচিরে বিশ্বের চাকরির বাজারে লিঙ্কডইনের দাপটকে চ্যালেঞ্জ করতে চলেছে ওপেনএআই। নতুন জব প্ল্যাটফর্ম আসছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে প্রার্থীকে যথার্থ চাকরি খুঁজে দেবে নতুন প্ল্যাটফর্ম। অন্যদিকে, নিয়োগকর্তা পাবেন যোগ্য প্রার্থীর খোঁজ। প্রকাশিত খবরে এমন তথ্য দিয়েছেন ওপেনএআই মুখপাত্র।
ঠিক কবে নাগাদ এই জব প্ল্যাটফর্মের কাজ শুরু হবে– এমন প্রশ্নের সদুত্তরে ওপেনএআই বলেছে, ২০২৬ সালের মধ্যভাগে তারা ‘জবস প্ল্যাটফর্ম’ নামে নতুন পরিষেবা চালুর কথা ভাবছে।
আপাতত কাজ চলমান বলে জানা গেছে।

ওপেনএআইর অ্যাপ্লিকেশনস বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিজি সিমো বলেছেন, সব ধরনের প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী সুদক্ষ কর্মী খুঁজে দেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।
অনেকটা সময় ধরেই পেশাদার নেটওয়ার্কিং জগতে দাপট দেখিয়েছে লিঙ্কডইন। সুতরাং ওপেনএআই বাজারে আত্মপ্রকাশ করলে তাদের আধিপত্যে যে ভাটা পড়বে, তাতে সন্দেহের অবকাশ থাকছে না।
বিশেষভাবে বলতে গেলে, ওপেনএআইতে লিঙ্কডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যানের বিনিয়োগ রয়েছে। আবার লিঙ্কডইনের মালিকানা এখন মাইক্রোসফটের হাতে রয়েছে।
অন্যদিকে, ওপেনএআইর সবচেয়ে বড় অংশীজন হচ্ছে মাইক্রোসফট। সুতরাং সহজ ভাষায় বলতে গেলে ওপেনএআই সরাসরি তার সহযোগী সংস্থার সঙ্গেই প্রতিযোগিতায় নামতে চলেছে।

স্থার প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান বলেছেন, ফিজি সিমো-ই উল্লিখিত এসব অ্যাপ্লিকেশনের নেতৃত্ব দেবেন। এমন খবরে উদ্বেগ আর উত্তাপ দুটোই ছড়িয়েছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে চাকরির বাজারে প্রতিযোগিতা তৈরি করেছে, তা নিয়ে সংশয়ের সুযোগ নেই একেবারে।
হাতে আর কত দিন সময় আছে, ঠিক কবে মানুষের সাধারণ চাকরিতে কঠিন প্রভাব ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তা নিয়ে রীতিমতো গবেষণা চলছে। অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক সতর্ক করে বলেছেন, আসছে ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৫০ শতাংশ করপোরেট চাকরি চলে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিয়ন্ত্রণে। এমন ধারণার ব্যত্যয় হওয়া সত্যিই কঠিন।
শুধু জব প্ল্যাটফর্ম নয়, ওয়েব ব্রাউজার ও সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ নিয়েও বিশদ গবেষণা করছে ওপেনএআই কর্তৃপক্ষ।

 

মন্তব্য (০)





image

অ্যাপলের নতুন পণ্য ও ফিচার নিয়ে ব্যঙ্গ করল স্যামসাং

তথ্য প্রযুক্তি ডেস্ক : নতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপল...

image

শক্তিশালী পাসওয়ার্ড যেভাবে সেট করবেন জি-মেইলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের প্রধান ...

image

‎জেনে নিন স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায়

নিউজ ডেস্কঃ স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য...

image

‎হোয়াটসঅ্যাপে এখন ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার ‘ক্লোজ ফ্র...

নিউজ ডেস্কঃ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ...

image

ফুলে ফুলে ঘুরবে রোবট-ভ্রমর

নিউজ ডেস্ক : রোবট কথা বলে, গান গায়। রোবট খেলে, নাচে, দৌড়ায়। কৃত্রিম বৃদ্...

  • company_logo