• সমগ্র বাংলা

কালীগঞ্জে ভাইরাল ভিডিও: যুবকের অপ্রত্যাশিত ভিডিও কাণ্ডে নেটিজেনদের চোখ কপালে!

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ মাথায় সাদা টুপি, মুখে দাড়ি, পড়নে পাঞ্জাবি ও লুঙ্গি-দেখতে বেশ ভদ্র-সজ্জন বলেই মনে হয়। কিন্তু আচরণে তার উল্টো চিত্রই প্রকাশ পেল। পঁচিশোর্ধ যুবক মামুন শিকদারের এমন আচরণের ভিডিও নেটিজেনদের চোখ কপালে তুলেছে।

‎গাজীপুরের কালীগঞ্জে মামুন শিকদারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তোলপাড় সৃষ্টি করেছে। মামুন শিকদার উপজেলার চৌড়া নয়াবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ শিকদারের ছেলে।

‎ভিডিওতে দেখা যায়, মামুন নিজের পড়নের লুঙ্গি উঁচু করে প্রকাশ্যে অশোভন ভঙ্গি করছে। এক হাতে লুঙ্গি তুলে ধরে অন্য হাতে নিজেকে স্পর্শকাতর স্থানে ধরে বলতে শোনা যায়, “নে, নে ভিডিও কর-এই যে দেখ, ভিডিও কর।” অপরপ্রান্তে মোবাইলধারী একজনকে বলতে শোনা যায়, “এই যে তোর ছবি তুলছি, তুলছি তোর ছবি।”

‎জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাবা আহামদ শিকদার ও ছেলে ইকবাল শিকদারে মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ইকবাল শিকদারে পক্ষে তৃতীয় পক্ষ হিসেবে মামুন ও ফারুব শিকদার ঘটনা স্থলে যায়। এ সময় সংঘর্ষে মামুন আহত হয়। তার পরিবারের দাবি, প্রতিপক্ষের হামলায় মামুন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। ওই দিন রাতেই মামুনের ভাই ফারুক শিকদার বাদী হয়ে ৫ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন। এ মামলায় স্থানীয় সৌদি প্রবাসী আবু সাঈদের স্ত্রী শাহিনুর বেগমকেও আসামি করা হয়, যিনি বাড়ির ছাদ থেকে ওই দিনের মারামরারির ঘটনাটির ভিডিও ধারণ করেছিলেন।

‎ফারুক শিকদারের অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষ বেআইনিভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের পথরোধ করে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে মারপিট, কোপ, হাড়ভাঙা জখমসহ ভয়ভীতি ও হুমকির শিকার হন তারা।

‎তবে ঘটনার পরপরই মামুনকে গুরুতর আহত দাবি করে হাসপাতালে নেওয়া হলেও দুই দিন পর ১৬ সেপ্টেম্বর তাকে সুস্থ অবস্থায় বাড়িতে পাওয়া যায়। ওই সময় ভিডিও ধারণ করতে গেলে মামুন এমন অশোভন আচরণ করেন। আর সেই ভিডিও মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

মন্তব্য (১)





image
image

নারায়ণগঞ্জ শহরে যৌথ বাহিনীর অভিযানে ২৪ মাদকসেবী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের জিমখানায় অভিযান ...

image

গোপালপুরে অ্যাপোলো টায়ারের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে বাস ও ট্রাক মালিকদ...

image

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফ‌রিদপু‌রে সাংবাদিকদের সঙ্গে জ...

ফরিদপুর প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরে জেলা...

image

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

খুলনা প্রতিনিধি : খুলনা নগরীর রেজিস্ট্রি অফিসের সামনে প্রকাশ...

image

নওগাঁয় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান পত্ন...

নওগাঁ প্রতিনিধি : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁয় ...

  • company_logo