
ছবিঃ সিএনআই
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম সওদাগর হত্যা মামলার প্রধান আসামি লাভলু(৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মাঈনুদ্দিন ও সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক লাভলু লোহাগাড়া উপজেলার আধুনগরের ৮নং ওয়ার্ডের ঘটিয়ার পাড়ার মৃত মোজাহের মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আধুনগরের ঘটিয়ার পাড়ায় সীমানা বিরোধকে কেন্দ্র করে চাচাত ভাই লাভলুর কোদালের কোপে জেঠাতো ভাই শাহ আলম সওদাগর নিহত হন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, লাভলু ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার মূল আসামী। হত্যাকাণ্ডের পর থেকে সে এলাকা ছাড়া ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত লাভলুকে সকালে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া পৌর এলাকার নদীর ঘাটের নিয়ন্ত...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলি জমিতে ভেকু ম...
মন্তব্য (০)