
ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে শারদীয় শুভেচ্ছা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে লালমনিরহাট শহরের মিশনমোড় এলাকার নবজীবন সেন্টার মাঠে জেলা বিএনপি আয়োজিত শারদীয় দুর্গোৎসবকে উৎসব মুখর পরিবেশে পালনের নিমিত্তে হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
সাবেক উপমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি দেশের একটি উৎসব। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই আনন্দ ভাগাভাগি করি। ধর্ম যার যার, দেশ সবার। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ভিন্ন ধর্মের মানুষ শত শত বছর ধরে মিলেমিশে বসবাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরো বলেন, দেশে আজ রাজনৈতিক সংকট, গণতন্ত্রের সংকট, মানুষের অধিকারহীনতার সংকট বিরাজ করছে। এই সময়ে ধর্মীয় উৎসবগুলো আমাদের ভ্রাতৃত্ব, ঐক্য ও শান্তির বার্তা দেয়। তাই আমাদের উচিত রাজনৈতিক ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ ও পরামর্শ দিয়েছেন আসন্ন দুর্গোৎসবকে উৎসব মুখর করতে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।কোন অপশক্তি যেন সম্প্রীতি বিনষ্ট করতে না পারে।এ জন্য দলীয় নেতা-কর্মীরা যেন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে।
এ সময় প্রধান অতিথি আরো বলেন, প্রতি বছরই দুর্গোৎসবকে ঘিরে বিএনপি নেতৃবৃন্দ সনাতন সম্প্রদায়ের পাশে দাঁড়ান। তারা যেন আনন্দের সাথে দুর্গাৎসব পালন করতে পারেন সেটা বিএনপির নেতাকর্মীরা খোঁজখবর নেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট সদর উপজেলার আহবায়ক হিরালাল রায়ের (অবঃ প্রধান শিক্ষক) সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক একেএম মমিনুল হক,জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,জেলা বিএনপির সহ সাধারন সম্পাদক শিবেন্দ্র নাথ রায় কার্জী শিবু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট জেলা শাখার সভাপতি গুরুচরন রায় (সহঃ অধ্যাপক), লালমনিরহাট জেলা বিএনপির নির্বাহী সদস্য সশীল চন্দ্র মোহন্ত, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নাথ রায় (অবঃ সহঃ অধ্যাপক), লালমনিরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরা লাল রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ঐক্য পরিষদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র বর্মনসহ হিন্দু সম্প্রদায় ও জেলা, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিএনপির এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া পৌর এলাকার নদীর ঘাটের নিয়ন্ত...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলি জমিতে ভেকু ম...
খুলনা প্রতিনিধি : তারুণ্যের উৎসব এবং নারীর ক্ষমতায়নের বার্তা নিয়ে খ...
মন্তব্য (০)