
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: “ছুটি একটি অনন্ত নক্ষত্রের ডাক” প্রতিপাদে নওগাঁয় চিত্রাঙ্কন, আবৃত্তি ও যন্ত্র সংগীত প্রশিক্ষণের প্রতিষ্ঠান ‘হাতেখড়ি’ ৬ষ্ঠ বর্ষপূর্তী উৎসবপালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হাতেখড়ি এর আয়োজন করে।
এসময় হাতেখড়ি’র শিশু শিক্ষার্থীরা মাগফুরুল হাসান বিদ্যুৎ এর নির্দেশনায় আবৃত্তি- ‘আইছেরে ভাই কলি কাল, ছাগিয়ে চাটে বাঘের গাল’, গোলম দরুদ এর নির্দেশনায় দ্যা লায়ন এন্ড মাউস, অসমী কুমার মহন্ত এর নির্দেশনায় পোড়া মানচিত্রের দৌঁড়, নওরীন আখতার শারমিন এর নির্দেশনায়- কলি পুষ্পে দিনমান কথকতা এবং ছড়ায় ছড়ায় বৌদ্র ছায়ায় সহ ছড়া, কবিতা ও তরুণদের কথামালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে হাতেখড়ি’র প্রতিষ্ঠাতা রফিকুদ্দৌলা রাব্বী স্মরণে দলীয় স্মরণ সংগীত পরিবেশিত হয়।
এসময় সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ, বরেন্দ্র কবি ফরিদুল করিম, লেখক ও সংগঠক মনোয়ার হোসেন লিটন, হাতেখড়ি প্রতিষ্ঠানের সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নওরীন আখতার শারমিন উপস্থিত ছিলেন। এসময় প্রায় চার শতাধিক সাংস্কৃতিক প্রেমিরা অনুষ্ঠান উপভোগ করেন।
এর আগে দিনব্যাপী প্রতিষ্ঠানের শিশুদের আঁকা অর্ধশতাধিক চিত্রকর্ম নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘হাতেখড়ি’ প্রতিষ্ঠানের এই দীর্ঘ ছয় বছরের পথচলায় শিশু-কিশোরদের মাঝে সংস্কৃতি চর্চা, সৃজনশীলতা ও নৈতিকতাভিত্তিক মানস গঠনে যে অবদান রেখে চলেছে, এ আয়োজন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া পৌর এলাকার নদীর ঘাটের নিয়ন্ত...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলি জমিতে ভেকু ম...
মন্তব্য (০)