
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো’। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বাধুনিক নিরাপত্তা সরঞ্জাম ও সাইবার নিরাপত্তা প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে ভিডিও বার্তায় প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “দেশের উন্নয়নকে এগিয়ে নিতে নিরাপত্তা খাতে আধুনিক প্রযুক্তি অত্যন্ত জরুরি। সরকার ইতিমধ্যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ কার্যকর করেছে, যাতে নাগরিকদের তথ্য ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা যায়। পাশাপাশি নিরাপদ ইকোসিস্টেম তৈরির কাজ চলছে। আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
প্রদর্শনীতে অগ্নিনির্বাপণ প্রযুক্তি, স্মার্ট মনিটরিং সিস্টেম, নিরাপত্তা ক্যামেরা, সফটওয়্যার এবং সাইবার নিরাপত্তা প্রযুক্তিসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হচ্ছে। দেশীয় প্রতিষ্ঠান সতর্ক ডটকমের বিক্রয় কর্মকর্তা মো. ইমন হোসেন বলেন, “আমরা দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সুরক্ষা সিস্টেম প্রদর্শন করছি, যা ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে। বিদেশি দর্শনার্থীরাও আমাদের পণ্যের প্রতি আগ্রহ দেখাচ্ছেন।”
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সহসভাপতি মো. ওয়াহিদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রেজওয়ানা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
প্রদর্শনীতে প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি একাধিক বিজনেস টু বিজনেস (বিটুবি) সেশন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), আই-স্টেশন লিমিটেড এবং জিপিই এক্সপো যৌথভাবে এ আয়োজন করেছে।
নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার আখাউড়া স্থলবন্দর ...
নিজস্ব প্রতিবেদকঃ সার্কভুক্ত সব দেশের সম্মিলিত প্রচেষ্ট...
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকায় দুই দিনব্যাপী অটোমোবাইল ও কৃষি যন্ত্...
নিউজ ডেস্ক : টানা ৮ দফায় বাড়ানোর দেশের বাজারে সোনার দাম কমিয়...
নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ...
মন্তব্য (০)