
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১০০৩ দশমিক ১০ মিলিয়ন বা ৩১ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১০০৩ দশমিক ১০ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬০৮৭ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০৮৮৬ দশমিক ৯৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫৯৮৪ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার।
সবশেষ গত ৩ সেপ্টেম্বর ৩১ বিলিয়ন ডলার রিজার্ভের কথা জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তথ্য অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১৪৩২ দশমিক ০৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬৪৫০ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার।
তবে এরপর গত ৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক জানায়, জুলাই ও আগস্ট মাসের আকুর বিল পরিশোধ করা হয়েছে ১ হাজার ৫০৩ দশমিক ৫০ মিলিয়ন বা ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। এতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০৩০৭ দশমিক ৩৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছিল ২৫৩৯৭ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার।
এরপর রিজার্ভ ওঠানামা করলেও ৩১ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছাতে পারেনি। সবশেষ আজ (১৭ সেপ্টেম্বর) ৩১ বিলিয়ন ডলার রিজার্ভের খবর জানালো কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
নিউজ ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দামও নতুন ...
নিজস্ব প্রতিবেদকঃ ফেব্রিক এবং পোশাক প্রস্তুতকারকদের জন্য আন্...
নিউজ ডেস্ক : অনিয়মে বিপর্যস্ত ইসলামি ধারার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যা...
নিউজ ডেস্ক : তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে বাংলাদেশে নিযুক্ত...
নিজস্ব প্রতিবেদকঃ সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে আগামী বৃহস্প...
মন্তব্য (০)