
ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরো :রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামাণিক (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরীর শিমুলবাগ এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতে হাজির করলে বিচারক রবিউল ইসলামকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি মিঠাপুকুর উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। রবিউল ইসলাম শঠিবাড়ি এলাকার সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম প্রামাণিকের ছেলে।
২০২৪ সালের ১৮ জুলাই নগরীর মর্ডান মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সেসময় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও তাদের সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলের ওপর হামলা চালায়। গুলি ছোড়ার ঘটনায় অন্তত ১৫ জন আহত হন, যাদের কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা বিচারের দাবিতে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে।
রবিউল ইসলাম প্রামাণিকের গ্রেপ্তারের খবরে আন্দোলনকারীরা স্বস্তি প্রকাশ করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত এক শিক্ষার্থী বলেন, “ছাত্র-জনতার ওপর যারা অস্ত্র চালিয়েছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। এ ঘটনার বিচার না হলে ভবিষ্যতে আর কেউ নিরাপদ থাকবে না।”
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রেপ্তারের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়ার অগ্রগতি ঘটবে। দুর্গাপুর ইউনিয়নের এক প্রবীণ ব্যক্তি বলেন, “যারা সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে, তারা যেই দলের হোক না কেন, তাদের বিচারের মুখোমুখি করা দরকার। এতে এলাকায় শান্তি ফিরবে।
এদিকে, এলাকাবাসী বলছে, এই গ্রেপ্তার আন্দোলনকারীদের ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তারা প্রত্যাশা করছেন, দ্রুত বাকি আসামিদেরও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
তবে রবিউল ইসলামের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ফাঁসানো হয়েছে। তার ছোট ভাই বলেন, “রবিউল ইসলাম জনপ্রিয় স্থানীয় নেতা ছিলেন। প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে তাকে মামলায় জড়িয়েছে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, “আন্দোলনরত ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি রবিউল ইসলাম প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
নিউজ ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ...
পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ আসন্ন শারদীয...
বেনাপোল প্রতিনিধি : অবৈধভাবে সীমান্ত অতিক্রম ভারতে প্রবেশের ...
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্...
পটুয়াখালী প্রতিনিধি : আমরা চাই সবুজ পৃথিবী, ধোঁয়াশা মুক্ত আ...
মন্তব্য (০)