• সমগ্র বাংলা

জামালপুরের বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী খেদমতগারের মৃত্যু বার্ষিকী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বিশিষ্ট ইসলামী খেদমতগার, শিক্ষাবিদ ও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সদস্য জনাব আলহাজ্ব আবুবক্কর সিদ্দিকির জন্ম ১৯১০ সালে (আনুমানিক) ছবিলাপুরের নিজ বাড়িতে।

তিনি পিতা আলহাজ্ব ফজলে করিম মুন্সি ও মাতা নিসিমন খাতুনেরর দ্বিতীয় সন্তান। তিনি বালিজুরি এফ এম উচ্চ বিদ্যালয় হতে ১৯২৯ সালে মেট্রিকুলেশন পাশ করেন।

এরপর তিনি সিরাজগঞ্জ কলেজে ভর্তি হন। ছোট কাল থেকেই সাংগঠনিক দক্ষতায় তিনি ছিলেন অতুলনীয় , সেই সুবাদেই কলেজের ছাত্র সংসদে জি, এস নির্বাচিত হন। সেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বনাম ধন্য পীর এনায়েতপুরি সাহেব।
তিনি কর্ম জীবনে বেশ কিছু সরকারী চাকরিতে কর্মরত ছিলেন।

তিনি ময়মনসিংহ জেলান গৌরীপুর স্টেশনের স্টেশন মাস্টার হিসাবে কর্মরত ছিলেন অনেক দিন। এরপর তাকে ঢাকার প্রধান রেল স্টেশন ফুলবাড়িয়ার (অধুনা লুপ্ত)টিকেট কালেক্টর হিসাবে বদলি করা হয়।

সেখানে পশ্চিম পাকিস্তানী এক বড় কর্তার অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ করে চাকরি থেকে ইস্তফা দান করেন। এরপর কয়েক বছর বন বিভাগে ''ফরেষ্টার'' হিসাবে কর্মরত ছিলেন।

সবশেষে তিনি গ্রামে ফিরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে ছিলেন।তিনি ১৯৮৬ সালে শিক্ষক হিসাবে অবসর গ্রহন করেন। তিনি বেলতইল উচ্চ বিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন।

তিনি মেলান্দহ থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিসাবে প্রায় ২৫  বৎসর এবং জামালপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

তিনি চাকুরীর পাশাপাশি ইসলামের খেদমতে নিয়জিত ছিলেন, তিনি ছিলেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ছবিলাপুর এলাকা জমিয়তে আহলে হাদিসের সাধারন সম্পাদক। তিনি বেলতইল উচ্চ বিদ্যালয়ের শুরু থেকেই পরিচালনা কমিটির সদস্য ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি ব্রাহ্মণপাড়ার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক সালাম মোক্তার সাহেবে বোনের মেয়ে হসনেআরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি চার পুত্র ও  পাচ কন্যার জনক ছিলেন। ২০০৫ সালের ১৫ই সেপ্টেম্বর তারিখে নিজ বাড়ি ছবিলা পুরে ইন্তেকাল করেন।

মন্তব্য (০)





image

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩৭.৪৬ মেট্রিকটন ইলিশের প্রথম চালান

বেনাপোল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩৭...

image

টুকু'র পরিবারের ইন্ধনে পাবনা-১ আসন পুনর্বহালের নামে অরাজক...

পাবনা প্রতিনিধি : পাবনা-১ আসন আগের সীমানা পুনর্বহালের দাবিতে...

image

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন বাংলাদেশী নারী

বেনাপোল প্রতিনিধি : ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে আটক হয়ে প্রা...

image

পঞ্চগড়ে ছোবল দেয়া সাপকে নিয়ে হাসপাতালে হাজির বৃদ্ধা

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় বিরল এক ঘটনার জন্ম দিয়েছেন সুমি...

image

চাটমোহরে পূনস্থাপন করা অবৈধ স্বোতিবাঁধ অপসারণ করলো প্রশাসন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে চলনবিলে ফের পানি প্রবাহ বা...

  • company_logo