• সমগ্র বাংলা

বগুড়া চকসূত্রাপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের অন্যতম মাদকের স্পট চকসূত্রাপুর বাশফোঁড় কলোনীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও সেনাবাহিনী। মঙ্গলবার দুপুর বারোটা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রায় অর্ধ শতাধিক বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। গ্রেপ্তারকৃতরা হলেন, বিল্টু হরিজনের ছেলে শ্রী হরিজন, (৩৫) ও শ্রী বাদল বাশফোঁড়ের ছেলে শ্রী শান্ত বাশফোঁড় (২৫)।


অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর ও বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এলাকার প্রায় প্রতিটি বাড়ি থেকেই কমবেশি মাদকদ্রব্য উদ্ধার হয়েছে । সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বড় ব্যবসায়ীরা তাদের নিজ নিজ বাড়িতে তালা দিয়ে সটকে পড়লেও পুলিশ ও সেনাসদস্যরা তালা ভেঙ্গেই উদ্ধার করেন মাদকদ্রব্য। প্রাথমিক গণনা অনুযায়ী অভিযানে ১৬৬ বোতল কেরু মদ, ৩০ বোতল দেশীয় মদ, ৪৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এসময় জব্দ করা হয় মাদক বিক্রি কাজে ব্যবহৃত ৪টি ওজন মাপার যন্ত্র।


অভিযান প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসার সার্বিক দিক-নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীর সাথে যৌথভাবে তারা উক্ত অভিযান পরিচালনা করেছেন। পুরো এলাকা ঘিরে নিয়ে অভিযান শুরু করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে ২ ঘন্টার মধ্যেই তাদের অভিযান শেষ করতে হয়েছে। তবে অভিযানে উদ্ধার হয়েছে কাঙ্ক্ষিত বিপুল পরিমাণ মাদকদ্রব্য। দেশীয় মদসহ প্রায় ৪৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে তাদের অভিযানে।

তিনি বলেন, বারংবার অভিযান দেয়া সর্ত্ত্বেও ব্যবসায়ীরা মাদকের এই ভয়াল জগত থেকে সরে আসতে পারছেন না। তবে ধারাবাহিক অভিযানের মধ্য দিয়ে বগুড়ায় এই ব্যবসার শিকড় উপড়ে ফেলা হবে। শুধু বিক্রেতা নয় মাদকের স্পটে যারা কিনতে যাবে সেই ক্রেতাদেরকেউ আইনের আওতায় আনা হবে।
অভিযানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার, সদর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ শফিকুল ইসলাম, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলমসহ জেলা পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
উল্লেখ্য, এর আগে গত ২৯শে মে একই এলাকায় সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের সদস্যরা রাতভর মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছিল। সেদিনও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছিলেন সেনা সদস্যরা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে ছোবল দেয়া সাপকে নিয়ে হাসপাতালে হাজির বৃদ্ধা

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় বিরল এক ঘটনার জন্ম দিয়েছেন সুমি...

image

চাটমোহরে পূনস্থাপন করা অবৈধ স্বোতিবাঁধ অপসারণ করলো প্রশাসন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে চলনবিলে ফের পানি প্রবাহ বা...

image

জামালপুর শহরে বেড়েছে অপরাধ: ব্যবস্থা নিতে ব্যর্থ পুলিশ

জামলপুর প্রতিনিধি : জামালপুর শহরে দিন দিন বেড়েই চলছে অপরাধ। আর এই অপরাধী...

image

জামালপুরে আশেক মাহমুদ কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে বন্ধুদের সঙ্গে...

image

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অ...

  • company_logo