• সমগ্র বাংলা

রংপুরে পদ্মরাগ ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বিচ্ছিন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের তিন জেলার সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি পীরগাছা স্টেশনে প্রবেশ করে। এরপর যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই আউটার সিগনাল অতিক্রম করার সময় লাইন সেপারেটরের প্লেট হঠাৎ ভেঙে যায়। এতে ইঞ্জিন অক্ষত থাকলেও পেছনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

হঠাৎ এই দুর্ঘটনায় স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, জোরালো শব্দের সঙ্গে বগিগুলো লাইনচ্যুত হলে অনেক যাত্রী আতঙ্কে চিৎকার করে ওঠেন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে সহায়তা করেন।

দুর্ঘটনার কারণে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম রুটের সব আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিকল্প কোনো পরিবহন ব্যবস্থা না থাকায় অনেকেই স্টেশনেই আটকা পড়েছেন। দীর্ঘ ভ্রমণে থাকা যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

এদিকে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়মিত রেলপথ মেরামত ও তদারকির অভাবেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, উদ্ধার কাজ শেষ করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এরপরই ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বলেন, “ইতিমধ্যে লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে কোনো ট্রেন চলাচল করবে না।” তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাইন সেপারেটরের যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে।

রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।


 

মন্তব্য (০)





image

জামালপুরে আশেক মাহমুদ কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে বন্ধুদের সঙ্গে...

image

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অ...

image

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে চারটি গরু চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে রাতের আঁধারে গরু চ...

image

পাইকগাছায় অবৈধভাবে কাঠ পোড়ানোয় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : অবৈধভাবে কাঠ কেটে পোড়ানোর মাধ্যমে ধ্বংস হচ্ছে ব...

image

বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা, স্বর্ণ ও নগ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে ...

  • company_logo