• সমগ্র বাংলা

তিস্তার পানি নেমে স্বস্তি, শঙ্কা কাটেনি বন্যাপ্রবণ এলাকায়

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে তিস্তার পানি হঠাৎ বৃদ্ধি পেলেও আজ সকাল থেকে পানি নেমে যাওয়ায় স্বস্তি ফিরেছে লালমনিরহাট ও আশপাশের এলাকাগুলোতে।

‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় তিস্তার পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার এবং সকাল ৯টায় বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।

‎বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুণীল কুমার।

‎এর আগে সোমবার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

‎তবে বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিনে তিস্তার পানি আবারও বাড়তে পারে। পাশাপাশি ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা রয়েছে। সকাল ৬টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচে থাকলেও সকাল ৯টায় তা আরও কমে ১৭ সেন্টিমিটার নিচে নামে।

‎এর আগে তিস্তার পানি বৃদ্ধির কারণে লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। তবে রাতারাতি পানি নামতে শুরু করায় এসব এলাকার অনেক জায়গায় এখন পানি কমে গেছে। বিশেষ করে পাটগ্রামের গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান, সিঙ্গামারি, সিন্দুর্না, হলদিবাড়ী ও ডাউয়াবাড়ী, কালীগঞ্জের ভোটমারী, শৈইলমারী ও নোহালী, আদিতমারীর মহিষখোচা, গোবর্ধন, কালমাটি, বাহাদুরপাড়া ও পলাশী এবং সদর উপজেলার ফলিমারী, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর, বড়বাড়ী ও গোকুন্ডা ইউনিয়নের নিম্নাঞ্চলের পানি নামতে শুরু করেছে।

‎খুনিয়াগাছ ইউনিয়নের বাসিন্দারা জানান, হঠাৎ পানি বেড়ে অনেক পরিবার পানিবন্দি হয়েছিল। কিন্তু দ্রুত পানি নেমে যাওয়ায় এখন স্বস্তি ফিরে এসেছে। তবে এলাকাবাসীর শঙ্কা, বৃষ্টি চলমান থাকায় আবারও পরিস্থিতির অবনতি হতে পারে।

‎পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুণীল কুমার বলেন, আগেই জানানো হয়েছিল ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। সোমবার তা ওপরে উঠলেও তা আজ সকালে নেমে গেছে। আপাতত উজানে পানি বৃদ্ধি পাচ্ছে না, তবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে আশেক মাহমুদ কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে বন্ধুদের সঙ্গে...

image

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অ...

image

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে চারটি গরু চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে রাতের আঁধারে গরু চ...

image

পাইকগাছায় অবৈধভাবে কাঠ পোড়ানোয় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : অবৈধভাবে কাঠ কেটে পোড়ানোর মাধ্যমে ধ্বংস হচ্ছে ব...

image

বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা, স্বর্ণ ও নগ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে ...

  • company_logo