• খেলাধুলা

সব আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টে ইসরাইলকে নিষিদ্ধ চায় স্পেন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ ইসরাইলি ক্রীড়াবিদদের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে মাদ্রিডে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনকারীদের সমর্থন আরও শক্তিশালী হচ্ছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

মাদ্রিদে স্পেনের মর্যাদাপূর্ণ ভুয়েল্তা আ এস্পানা সাইক্লিং রেসের চূড়ান্ত ধাপ বাতিল করতে বাধ্য করেছেন  ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। সাঞ্চেজ সেই ঘটনার পর সাংবাদিকদের জানান, ‘ইসরাইলি দলগুলোকে রাশিয়ার ক্রীড়াবিদদের মতো নিষেধাজ্ঞার মুখোমুখি করা উচিত, যাদের ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়’।

তিনি বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট ও দৃঢ়: বর্বরতা চলতে থাকলে, রাশিয়া বা ইসরাইল—দুই দেশের ক্রীড়াবিদই কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।’

তিনি বিক্ষোভকারীদের প্রতি তার ’গভীর শ্রদ্ধা’ প্রকাশ করেছেন।

১৪ সেপ্টেম্বর মাদ্রিদে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা ভুয়েল্তা আ এস্পানা সাইক্লিং রেসে ইসরাইলের অংশগ্রহণের বিরুদ্ধে পথ দখল করে রাখেন। ছবি: ব্রুনা কাসাস/রয়টার্স

মাদ্রিদে বিক্ষোভকারীরা মূলত ভুয়েল্তা আ এস্পানায় অংশ নেওয়া ইসরাইলি ‘ইসরাইল-প্রিমিয়ার টেক’ সাইক্লিং দলের উপস্থিতির বিরুদ্ধে অবস্থান নেন। এই ঘটনার কারণে রেসের চূড়ান্ত ধাপ বাতিল হয়ে যায় এবং আন্তর্জাতিক ক্রীড়া মহলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিশ্লেষকরা মনে করছেন, স্পেনের এই আহ্বান ক্রীড়া ও কূটনীতির ওপর গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি হতে পারে, যা ইসরাইলি খেলোয়াড়দের অংশগ্রহণ ও ভবিষ্যত প্রতিযোগিতায় প্রভাব ফেলতে পারে।

 

মন্তব্য (০)





  • company_logo