
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াই আজ। যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং মনে করেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারবে না। পাকিস্তানের বিরুদ্ধে ভারত ফেভারিট হিসেবেই খেলতে নামছে।
যোগরাজ বলছেন, ‘পাকিস্তান কী করবে? ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এঁটে উঠতে পারবে না। আইপিএলের আবির্ভাবের পর থেকে ভারতীয় প্লেয়াররা সব দিক থেকেই ফুলে ফেঁপে উঠেছে। ওরা টাকা পাচ্ছে। অর্থ রয়েছে আইপিএলে। এটা ভাল দিক। অর্থ থাকাটা জরুরি। খেলোয়াড়দের অর্থ পাওয়াটা জরুরি। যেখানে অর্থ, সেখানে উন্নতি। সেখানে সমৃদ্ধি।’
যোগরাজ আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও তুলনাই হয় না। এটা সম্ভবই নয়। ওরা কাদায় খেলে। আর আমরা আকাশে। জমিন-আসমান পার্থক্য। দুটো কখনওই এসে মিশবে না।'’
এদিকে ভারত-পাকিস্তান ম্যাচের আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবা উল হক বলেছেন, ‘শুরুতেই ভারত যদি দুটো উইকেট হারায়, তাহলে পাকিস্তানের সামনে ভাল সুযোগ রয়েছে। কারণ ভারতের এই দলে বিরাট কোহলি নেই। নতুনরা পাকিস্তানের এই বোলারদের খেলেইনি। পাকিস্তানি বোলাররা যদি ভারতের টপ অর্ডারে শুরুতেই ভাঙন ধরাতে পারে, তাহলে সুযোগ রয়েছে পাকিস্তানের।’
পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার বলেছেন, ‘এটা একপ্রকার নিশ্চিত যে ওরা আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। হাতুড়ির ঘা যেমন পড়ে, তেমনই ওরা পাকিস্তানকে পেটানোর চেষ্টা করবে। এটা খুব সহজ সরল একটা ব্যাপার বললাম। আরও যদি বাড়িয়ে বলি, তাহলে বলব ফাইনালে ওরা আফগানিস্তানকে খেলতে চায়, পাকিস্তানকে নয়।’
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ১৭তম আসরের অষ্টম ম্যাচে মুখোমুখি শ্রীলংকা ব...
নিউজ ডেস্ক : স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ ইসরাইলি ক্রীড়াব...
স্পোর্টস ডেস্ক :
এশিয়া কাপের ১৭তম আসরের সপ্তম ম্যাচে মুখোমুখি...
স্পোর্টস ডেস্ক : ‘আমার জীবনের সবচাইতে বড় ভুল বিয়ের পিঁড়িতে বসা। কা...
স্পোর্টস ডেস্ক : খেলায় রাজনীতি টেনে এনে পাকিস্তানের বিপক্ষে ...
মন্তব্য (০)