• খেলাধুলা

বিসিসিআইয়ের সভাপতি হচ্ছেন শচীন? কী বললেন তিনি?

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরবর্তী সভাপতি হচ্ছেন শচীন টেন্ডুলকার! বোর্ডের নির্বাচনি দামামা বাজতেই এমন জল্পনা ছড়িয়েছিল ক্রিকেটমহলে।

গোটা বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন শচীন। সাফ জানিয়ে দিলেন, বোর্ড সভাপতি হওয়া নিয়ে তিনি কিছুই জানেন না। পুরোটাই মিথ্যা গুঞ্জন।

এ মাসের শেষ দিকে হতে যাচ্ছে ভারতীয় বোর্ডের নির্বাচন। বর্তমান সভাপতি রজার বিনির আগে বোর্ড প্রধান ছিলেন সৌরভ গাঙ্গুলী। যিনি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।

এদিকে বিনির উত্তরসূরি হিসাবে চর্চায় উঠে আসে শচীনের নাম। গুঞ্জন ছড়ায়, আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছেন।

তিনিই শচীনকে প্রস্তাব দিয়েছেন বোর্ডের প্রশাসনে আসার জন্য। মাসখানেক আগে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি চলাকালীন লর্ডস টেস্টে এ নিয়ে শচীনের সঙ্গে শাহর আলোচনাও হয়েছে বলে শোনা যায়।

কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিলেন শচীন। বৃহস্পতিবার শচীনের ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘বিসিসিআইয়ের সভাপতি পদে শচীন টেন্ডুলকারের নাম ভাবা হচ্ছে বা মনোনীত করা হয়েছে, এমন বেশ কিছু খবর আমাদের নজরে এসেছে। আমরা জানাতে চাই, এমন কোনো ঘটনা ঘটেনি।’

মন্তব্য (০)





  • company_logo