• সমগ্র বাংলা

জামালপুরে ট্রাকচালককে পিটিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : গরু চুরির অপবাদে জামালপুরে ট্রাকচালক রিপন মিয়া (৪০) হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের পলাশী বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন নিহতের ভাই ফরিদ মিয়া, তপন মিয়া, শাহীন, ফুপু মঞ্জুয়ারা প্রমুখ।

এ সময় বক্তারা জানান, উপজেলার রেহাই পলাশতলা এলাকার মৃত কছর আলীর ছেলে প্রবাসী মওলানা (৩৫) সৌদি আরবে থাকাকালীন চার বছর আগে তার স্ত্রীর সঙ্গে ট্রাকচালক রিপন মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে রিপন মিয়া ঢাকায় চলে যায় এবং তিন বছর পর মওলানা সৌদি আরব থেকে ফিরে আসেন।

গত ছয় মাস আগে রিপন মিয়া আবার নিজ এলাকায় ফিরে আসে। এরপর তাদের প্রেমের বিষয় নিয়ে প্রবাসী মওলানা ও রিপন মিয়ার মধ্যে একাধিকবার কথা কাটাকাটি হয় এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে ট্রাকচালক রিপন মিয়া গত ৬ সেপ্টেম্বর রাতে বাড়ি ফেরার পথে মওলানা ও তার তিন ভাই—বুরহান, রাজু, দিলুসহ তাদের লোকজন পরিকল্পিতভাবে রিপন মিয়াকে জোরপূর্বক ধরে নিয়ে বুরহানের বাড়ির গাছের সঙ্গে বেঁধে ফেলে এবং গরু চুরির অপবাদ দিয়ে তাকে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক পেটায়।

এ সময় রিপন মিয়ার চিৎকারে তার বাবা মোজাম্মেল হক (৬০) ও ভাই ফরিদ মিয়া, তপন মিয়া সহ পরিবার ও স্বজনরা তাকে উদ্ধারের জন্য গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয়। পরে তারা মেলান্দহ থানায় গিয়ে পুলিশের সহায়তা চাইলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রিপন মিয়ার মরদেহ উদ্ধার করে।

মানববন্ধনে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান বক্তারা। এ সময় নিহত রিপনের পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

চাটমোহর উপজেলা প্রশাসনের অভিযানে চলনবিলে অবৈধ স্বোতিবাঁধ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে চলনবিলে পানি প্রবাহ বাধা সৃ...

image

‎র‍্যাব-১৩ এর অভিযানে ১৪৮ বোতল ESKuf এবং ১৭ বোতল যৌন উত্ত...

নিজস্ব প্রতিবেদকঃ র‍্যাব-১৩ এর অভিযানে রংপুরের গঙ্গাচড়া ...

image

উলিপুরে রাস্তার কাজে নয়ছয়, আট মাসের কাজ ৪ বছরেও শেষ হয়নি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জাইকার ৩টি সড়ক উন্ন...

image

মাদারগঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে সাপের কামড়ে আমিনুল ইসলাম (৩৫)...

image

খুলনায় অনুষ্ঠিত হলো ১২তম গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্...

খুলনা প্রতিনিধিঃ খুলনায় সম্পন্ন হয়েছে ১২তম গাউছুল আজম মাইজভা...

  • company_logo