
প্রতীকী ছবি
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্রগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার কাছ থেকে ৩ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকিরহাট বাজার সংলগ্ন চৌধুরী পাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামীণ ব্যাংক ফুলতলা শাখার কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরী (২৭) মাসিক কিস্তি সংগ্রহ শেষে সিএনজি অটোরিকশায় ফিরছিলেন। পথে একই সিএনজিতে তার পাশে বসা তিনজন অজ্ঞাত ব্যক্তি নির্জন এলাকায় গলায় ছুরি ধরে তার কাছ থেকে মাঠ থেকে সংগ্রহ করা নগদ ৩ লাখ টাকা ও একটি আইফোন ছিনিয়ে নেয়। পরে তাকে সিএনজি থেকে রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।
শাখা ব্যবস্থাপক ফোরকান বলেন, “গতকাল আমাদের অফিসের কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরী টাকা সংগ্রহ শেষে ফিরছিলেন। পথে তিনজন অপরিচিত ব্যক্তি তার কাছ থেকে নগদ ৩ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।”
ঘটনার পর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাতকানিয়া থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। সাতকানিয়া থানা পুলিশ জানিয়েছে, অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে মাকে মেরে ৭ম শ্রেনীর এক ছাত্রীকে স্কুলের ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ...
জামালপুর প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE)-এর নীতি ও সেবা সম্পর্কে জ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে প্রি...
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় মায়ের লিখিত অভিযো...
মন্তব্য (০)