
ফাইল ছবি
নিউজ ডেস্ক : এইচএসসি ২০২৫ পরীক্ষার উত্তরপত্র এবং ওএমআর শিট জমাদানে কড়াকড়ি নির্দেশনা জাড়ি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় অনেক পরীক্ষক ও প্রধান পরীক্ষকের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে বোর্ড নতুন করে তারিখ বেঁধে দিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষকদের আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে এবং প্রধান পরীক্ষকদের ১০ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই উত্তরপত্র এবং ওএমআর শিট জমা দিতে হবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
এতে বলা হয়েছে, যেসব পরীক্ষক নির্ধারিত তারিখে প্রধান পরীক্ষকের কাছে উত্তরপত্র জমা দেননি, তাদের আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অন্যদিকে, যেসব প্রধান পরীক্ষক উত্তরপত্র মূল্যায়নের পরও নির্ধারিত সময় শেষে বোর্ডে ওএমআর শিট জমা দেননি, তাদের ১০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার সেন্টারে গিয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষক ও প্রধান পরীক্ষকদেরও বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।
নিউজ ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, জুলাই ও ৭...
নিউজ ডেস্ক : বাংলাদেশের জলবায়ু সংকটের গল্প বিশ্বে তুলে ধরতে গণমাধ্যমের প...
নিউজ ডেস্কঃ নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনা...
নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট...
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু...
মন্তব্য (০)