• জাতীয়

নৌ মন্ত্রণালয়ে এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬৫৭৬ কোটি টাকা: উপদেষ্টা সাখাওয়াত

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বাস্তব মুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে গত এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৫৭৬ কোটি টাকা।

‎সোমবার বিকালে সচিবালয়ে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

‎উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে মন্ত্রণালয়কে যেভাবে রেখে গিয়েছিল অতীতের সরকার সেখানে মন্ত্রণালয়ের অগ্রগতি ছিল মাত্র ৯ পার্সেন্ট।

‎বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই মন্ত্রণালয়ের কার্যক্রমে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাফল্য এসেছে প্রায় ৯০ পার্সেন্ট।

‎মন্ত্রণালয়ের এ সাফল্য আনার পেছনে যারা কঠোর পরিশ্রম করে গেছেন তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

‎উপদেষ্টা বলেন, অতীতের সরকার অনেক ইউজ লেস প্রকল্প নিয়েছিল। তার কয়েকটি বাতিল করা হয়েছে। সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরসহ বিভিন্ন সংস্থায় এ মন্ত্রণালয়ের অধীনে হাজারের অধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে পাশাপাশি নৌ পরিবহণ অধিদপ্তরের মাধ্যমে প্রায় ১০ হাজার নাবিকের সাইন অন সম্পন্ন হয়েছে।

‎তিনি বলেন, নৌ পরিবহণ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

‎নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ, অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তার এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্...

নিউজ ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, জুলাই ও ৭...

image

জলবায়ু ইস্যুতে কেন বাংলাদেশ ‘প্রত্যাশিত ফান্ডিং’ থেকে বঞ্...

নিউজ ডেস্ক : বাংলাদেশের জলবায়ু সংকটের গল্প বিশ্বে তুলে ধরতে গণমাধ্যমের প...

image

এইচএসসির উত্তরপত্র নিয়ে ‘জরুরি’ বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক : এইচএসসি ২০২৫ পরীক্ষার উত্তরপত্র এবং ওএমআর শিট জমাদানে কড়াকড়...

image

‎মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার বিরুদ্ধে ৩৯ জনের সাক...

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট...

image

ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু...

  • company_logo