• খেলাধুলা

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তামিমকে নিয়ে যা বললেন বুলবুল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : তিন মাস আগে বিসিবি সভাপতির মসনদে বসেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তখনই জানিয়েছিলেন, লম্বা সময় বোর্ডে থাকার ইচ্ছে নেই। তবে সে সিদ্ধান্ত বদলে এবার তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিসিবির আসন্ন নির্বাচনে তিনি পরিচালক পদে লড়াই করবেন।

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অবকাঠামো ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেন বুলবুল। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।’

পরে বিকেলে নির্বাচন প্রসঙ্গে আরেক দফা গণমাধ্যমের সামনে এসে বুলবুল জানান, ‘আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, প্রাথমিকভাবে বেশ কিছু সাফল্য দেখতে পেয়েছি। আমার এই ট্রিপল সেঞ্চুরির মাধ্যমে যে প্রোগ্রামগুলো চলছে, মনে হয়েছে সেগুলো হাফ-ডান (অর্ধেক) রেখে ফেলে যেতে পারি না। আমি চেষ্টা করব, সবার কাছে আবেদন করব, যেন আমাদের এই কাজগুলো সফল করতে পারি। সে লক্ষ্যে আমি কন্টিনিউ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘এক নম্বর (কারণ) অবশ্য বাংলাদেশ ক্রিকেটের ভালোবাসা, যেটা পাচ্ছি। দুই নম্বর মনে হয়েছে চালিয়ে যাওয়া এই মুহূর্তে জরুরি। না হলে এ সমস্ত কাজগুলো বিফলে চলে যাওয়ার সম্ভাবনা আছে।’

এদিকে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তামিম ইকবালও। সাবেক সভাপতি ফারুক আহমেদও থাকবেন এই দৌড়ে। তবে এরই মধ্যে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে, বিসিবির আগামী নির্বাচনে লড়াইটা হতে পারে তামিম ইকবাল বনাম আমিনুল ইসলাম বুলবুলের। 

তবে বিষয়টিকে প্রতিযোগিতা হিসেবে দেখছেন না বর্তমান সভাপতি। তিনি বলেন, ‘আমি এটাকে প্রতিযোগিতা মনে করি না। এটা নির্ভর করছে যারা নির্বাচিত করবে তাদের ওপর। তবে এটা ঠিক, যারা নির্বাচনে আসছে, যেমন ফারুক ভাইয়ের নাম শুনছি, তামিমের নাম শুনছি। তাদের প্রতি শুধু শ্রদ্ধা না, ভালোবাসা এবং সহযোগিতাও থাকবে।’

মন্তব্য (০)





image

আর্জেন্টিনার ম্যাচে খেলতে চাইছেন না মেসি!

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি তার ক্যারিয়ারের সায়াহ্নে আছেন এ...

image

জার্মানিতেও সহায় হলো না টেন হাগের ভাগ্য

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইডেটের হয়ে ধুঁকছিলেন এরিক টেন হাগ। সমা...

image

আর কত চাচ্ছেন, পাওয়ার হিটিং ইস্যুতে তামিমের প্রশ্ন

স্পোর্টস ডেস্ক : মাঠের মেজাজ সংবাদ সম্মেলনেও খানিকটা টেনে আনলেন তানজিদ হ...

image

টানা সাফল্যের জন্য লিটনকে প্রশংসায় ভাসালেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক: নেদারল্যান্ডসের বিপক্ষে দাপট দেখিয়ে এক ...

image

সাকিব তামিমকে ছাড়িয়ে মোস্তাফিজের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের সেরা চার তারকা সা...

  • company_logo