
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি তার ক্যারিয়ারের সায়াহ্নে আছেন এখন। আর্জেন্টিনার হয়ে শেষ বিশ্বকাপ ম্যাচে খেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ঠিক এই সময়ে বেরিয়ে এল চাঞ্চল্যকর এক খবর। আর্জেন্টিনা এখন ‘চাপে’ আছে যেন তাকে না খেলানো হয়, আর এই চাপটা দিচ্ছে খোদ লিওনেল মেসি।
২০২২ বিশ্বকাপ জেতার পর থেকে মেসির ফিটনেসে অনেক ঢিল পড়ে গেছে। একটু থেকে একটু হলেই যেন মেসি ইনজুরিতে পড়ে যাচ্ছেন, ছিটকে যাচ্ছেন বড় সময়ের জন্য। শেষ তিন বছরে তাকে ফিটনেসজনিত চোটের কারণে ১৫০ দিন থাকতে হয়েছে মাঠের বাইরে, ১৭ দিনের মতো নিয়েছেন বাড়তি বিশ্রামও। যেখানে আগের বিশ্বকাপের চক্রে তিনি এমন সমস্যায় পড়েছিলেন মোটে ৭৬ দিন। এখানেই পরিষ্কার হয়ে যায় বিষয়টা।
সে কারণে মেসিকে নিয়ে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। মূলত সে কারণেই নিজেকে নিয়ে মিয়ামি অধিনায়ক। আর্জেন্টিনার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই। এবারের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো তাই নিয়মরক্ষার।
আর্জেন্টিনার মাটিতে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে শেষ বারের মতো বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলবেন মেসি। আগামী ৫ সেপ্টেম্বরের সেই ম্যাচ নিয়ে বাড়তি প্রস্তুতিও নিচ্ছেন তিনি, দেশের মাটিতে নিজের সম্ভাব্য শেষ ম্যাচ, তাই তিনি সে ম্যাচের জন্য ডেকেছেন পরিবারের সব মানুষকে, সব আত্মীয়-স্বজনও থাকবেন সেখানে। সে ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই।
আর্জেন্টিনা সেই ম্যাচ খেলে যাবে ইকুয়েডরে, সেখানে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচটা খেলবে। সে ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়া হোক, সেটা চাইছে মিয়ামি। কারণ আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেলেও মিয়ামির সামনে আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। মেজর লিগ সকারের ছয় নম্বর অবস্থানে আছে মিয়ামি। এমএলএসের প্লে অফ নিশ্চিত করতে হবে দলটাকে, সম্ভাবনা আছে লিগ পর্যায়ে শীর্ষে থেকে শেষ করার পুরস্কার সাপোর্টার্স শিল্ড জেতারও। সেসব ম্যাচের আগে মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না মিয়ামি।
আর সে কারণেই আর্জেন্টিনা তাকে বিশ্রাম দিতে পারে সে ম্যাচে। আর্জেন্টাইন সাংবাদিক ফার্নান্দো সিজের বরাত ধরে রয় নেমার জানাচ্ছেন এ খবর। মেসি এখন ইকুয়েডর ম্যাচে খেলবেন কি না, তা নিয়ে আলাপ করছেন স্কালোনিসহ সব কোচিং স্টাফের সঙ্গে।
স্পোর্টস ডেস্ক : তিন মাস আগে বিসিবি সভাপতির মসনদে বসেছিলেন আ...
স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইডেটের হয়ে ধুঁকছিলেন এরিক টেন হাগ। সমা...
স্পোর্টস ডেস্ক : মাঠের মেজাজ সংবাদ সম্মেলনেও খানিকটা টেনে আনলেন তানজিদ হ...
স্পোর্টস ডেস্ক: নেদারল্যান্ডসের বিপক্ষে দাপট দেখিয়ে এক ...
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের সেরা চার তারকা সা...
মন্তব্য (০)