• খেলাধুলা

এশিয়া কাপে ভারতীয় দলের সাথে দুবাই যাচ্ছেন না ৫ তারকা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ৯ সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ।টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি জোরদারে ব্যস্ত অংশ গ্রহণকারী দলগুলো।

এরই মধ্যে সংবাদ রটেছে এশিয়া কাপের এবারের আসরের আয়োজক দেশ ভারতের ৫ তারকা ক্রিকেটার দলের সঙ্গে দুবাই যাচ্ছেন না।

এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক  ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এশিয়া কাপের স্ট্যান্ডবাই হিসেবে থাকা ৫ জন ক্রিকেটার - যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল মূল দলের সাথে দুবাই যাবেন না।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে সেই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘স্ট্যান্ডবাই খেলোয়াড়রা মূল দলের সাথে দুবাই যাবেন না।’

ভারতীয় দলে ইতোমধ্যেই শুভমান গিল, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন আছেন যারা ব্যাটিং শুরু করতে পারেন। যশস্বী জয়সওয়ালকে কেবল তখনই প্রয়োজন হবে যদি দলের কেউ চোটাক্রান্ত হন। প্রসিদ্ধের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যিনি জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং বা হর্ষিত রানা চোটাক্রান্ত হলে মাঠে নামবেন। 

এশিয়া কাপের নিয়ম অনুসারে ভারত যখন ১৭ জনের দল ঘোষণা করার অনুমতি দিয়েছিল, তখন ভারত তাদের দলে মাত্র ১৫ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছিল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতের ১৫ সদস্যের দলের ৪ সেপ্টেম্বর দুবাইতে থাকার কথা। 

নাম প্রকাশ না করার শর্তে সেই কর্মকর্তা বলেন, ‘সকল খেলোয়াড় ৪ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে দুবাই পৌঁছাবেন এবং ৫ সেপ্টেম্বর আইসিসি একাডেমিতে প্রথম নেট সেশন অনুষ্ঠিত হবে।’

১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ভারত। এরপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে এবং ১৯ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে খেলবে টিম ইন্ডিয়া। 

এশিয়া কাপে ভারতীয় দল

সূর্য কুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা ও রিঙ্কু সিং।

মন্তব্য (০)





image

সাকিব তামিমকে ছাড়িয়ে মোস্তাফিজের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের সেরা চার তারকা সা...

image

ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের শিরোপা নিশ্চ...

image

‎বসুন্ধরা কিংসকে ফিফার নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্লাবগুলোর মধ্যে অন্যতম হলো ...

image

এশিয়া কাপে বাংলাদেশের খেলা মাঠে বসে দেখতে কত টাকা গুনতে হবে

নিউজ ডেস্ক : আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এশিয়া কাপের। ১১ সেপ্টেম্বর হং...

image

তাসকিনের আগুনে বোলিংয়ে বড় সংগ্রহ পেল না নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক : তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখেছেন ডাচর...

  • company_logo