
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবলের পুনর্জাগরণের অন্যতম নায়ক ইংল্যান্ডে জন্ম নেওয়া মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর আগেই তাকে ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক উন্মাদনা। ভারতের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক সেই উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। মাঠে ধারাবাহিক পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও জনপ্রিয়তার নতুন রেকর্ড গড়ছেন তিনি।
ইতোমধ্যেই ফেসবুকে এক মিলিয়ন অনুসারীর মাইলফলক ছুঁয়েছিলেন হামজা। এবার ইনস্টাগ্রামেও একই সাফল্য অর্জন করেছেন তিনি, যা বাংলাদেশের কোনো ফুটবলারের ক্ষেত্রে এই প্রথম। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হামজা লিখেছেন, ইনস্টাগ্রামে ১ মিলিয়ন অনুসারী হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, আমি সত্যিই অনেক কৃতজ্ঞ।
বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে দিন দিন বাড়ছে তার জনপ্রিয়তা। ফেসবুকে প্রথম এক মিলিয়ন অনুসারী পাওয়ার সময়ও একইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এই মিডফিল্ডার। মাঠের সাফল্য আর সমর্থকদের অফুরন্ত ভালোবাসায় দ্রুতই দেশের ফুটবলের এক নতুন উচ্চতায় উঠেছেন তিনি।
হামজার আন্তর্জাতিক অভিষেক হয় গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে। প্রথম ম্যাচেই ফুটবলপ্রেমীদের নজর কাড়েন তিনি। এরপর ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে নিজের প্রথম ঘরের মাঠের ম্যাচে গোল করে দলকে ২-০ ব্যবধানে জিততে সাহায্য করেন। এ গোল তার প্রতি সমর্থকদের ভালোবাসাকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে।
পরে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরেও তৈরি হয় তুমুল উত্তেজনা। টিকিট বিক্রিতে ছিল কাড়াকাড়ি। যদিও বাংলাদেশ শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায়, তবুও হামজা চৌধুরী ও সমিত সোমের মতো প্রবাসী ফুটবলাররা দলের পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করেছেন।
বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার আনার পথে হামজার এই অগ্রযাত্রা সমর্থকদের আশা জাগাচ্ছে। সেই সাথে এগিয়ে যাচ্ছে দেশীয় ফুটবলের ভবিষ্যৎও।
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের সেরা চার তারকা সা...
স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের শিরোপা নিশ্চ...
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্লাবগুলোর মধ্যে অন্যতম হলো ...
নিউজ ডেস্ক : আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এশিয়া কাপের। ১১ সেপ্টেম্বর হং...
স্পোর্টস ডেস্ক : তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখেছেন ডাচর...
মন্তব্য (০)