
ছবিঃ সিএনআই
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত ৩১ আগস্ট থেকে কম্বাইন্ড ডিগ্রি ইস্যু ঘিরে নানান ঘটনা ও অচলাবস্থা কাটিয়ে উঠতে শিক্ষার্থী প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষ হয় রাত ১১টা ৩৭ মিনিটে। অনলাইনের মাধ্যমে এতে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
আলোচনায় শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে দুটি বাস্তবায়ন হয়েছে বলে জানানো হয়। বাকি চার দফা নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। বৈঠক শেষে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, শিক্ষার্থীরা হলে থাকতে পারবে এবং বুধবারের সিন্ডিকেট বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার করা হবে। পাশাপাশি সাত দিনের মধ্যে ক্লাস ও পরীক্ষা চালুর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে তিনি জানান, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত বহাল থাকবে। এ ছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের হামলার ঘটনাও তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের প্রতিনিধি এ এন এম এহসানুল হক হিমেল বলেন, “কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আরও আলোচনা হবে। আমরা একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে অটল আছি। তবে বুধবারের জন্য কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।”
আন্দোলনরত শিক্ষার্থী শিবলী জানান, আলোচনায় উপাচার্য প্রতিশ্রুতি দিয়েছেন যে গত ৩৭ দিন ধরে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাডেমিক বা প্রশাসনিক কোনো হয়রানি করা হবে না। এ বিষয়ে লিখিত নিশ্চয়তাও আগামীকালের মধ্যে দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদকঃ প্রথিতযশা শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক মরহুম...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত...
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ...
পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে &l...
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্...
মন্তব্য (০)