
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ হাওরে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের কারণে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে এবং জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
রোববার (৩১ আগস্ট) কিশোরগঞ্জের মিঠামইন অডিটরিয়ামে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার নিবন্ধিত মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, হাওরের জীববৈচিত্র্য ধ্বংস ও প্রাকৃতিক দুর্যোগের জন্য মানুষই দায়ী। সব পরিবর্তন প্রকৃতির সৃষ্টি নয়, অনেক কিছুই মানুষের কর্মকাণ্ডের ফল। প্রকৃত মৎস্যজীবী ছাড়া অন্য কাউকে হাওরের জলমহাল ইজারা দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, কিশোরগঞ্জের হাওর এলাকায় অল ওয়েদার সড়ক নির্মাণের সময় পানি ও মাছ চলাচলের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়নি। ফলে স্বাভাবিক পানি প্রবাহ ও মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। নির্বিঘ্নে পানি চলাচল ও মাছ সংরক্ষণের জন্য সড়কে আরও বেশি সংখ্যক কালভার্ট নির্মাণ জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মুহাম্মদ আব্দুর রউফ, সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত। অনুষ্ঠানে তিন উপজেলার শতাধিক মৎস্যজীবী অংশ নেন।
নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনে...
নিউজ ডেস্ক : সরকারের কাছে পাঠানো সংস্কার প্রস্তাব, বিচার বিভাগীয় নিয়োগ...
নিউজ ডেস্কঃ দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫...
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ...
নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি...
মন্তব্য (০)