• শিক্ষা

বাকৃবির উপাচার্যসহ একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত শিক্ষকগণ অবরুদ্ধ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা উপাচার্যসহ একাডেমিক কাউন্সিলে উপস্থিত শিক্ষকবৃন্দকে অবরুদ্ধ করেছেন। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের আশানুরূপ না হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

রোববার (৩১ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ ঘটনা ঘটে।

সকাল ১১টায় কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শুরু হয়। এর আগে সকাল ৯টা থেকেই দুই অনুষদের শিক্ষার্থীরা মিলনায়তনের আশেপাশে অবস্থান নেন। শিক্ষার্থীদের মূল দাবি ছিল- ‘এক পেশায় এক ডিগ্রি, কেবল কম্বাইন্ড ডিগ্রি।’

তবে সভায় সিদ্ধান্ত হয়, পূর্বের মতো বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এর পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে তাদের দীর্ঘ আন্দোলনের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলে অভিহিত করেন।

ফলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিলনায়তনে উপাচার্যসহ উপস্থিত শিক্ষকদের তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীদের দাবি- একক কম্বাইন্ড ডিগ্রি চালু করতে হবে। এই প্রতিবেদন লেখার সময়, বিকেল ৫টা ৪৫ মিনিটেও, শিক্ষকরা অবরুদ্ধ অবস্থায় আছেন বলে জানা যায়। এতে প্রায় ৫ ঘন্টা শিক্ষকরা মিলনায়তনে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

মন্তব্য (০)





image

শিক্ষাব্যবস্থা হোক চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : ...

অংকন তালুকদার, গোপালগঞ্জ : শিক্ষা গ্রহণ করা মানেই কি চাকরি খোঁজা? শিক্ষ...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আমরণ অনশন, জুস দিয়ে অন...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি ক...

image

চবি এলাকায় শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষ, প্রক্টরসহ আহত ১৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় আজ (রোববার,...

image

‎ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডা...

image

‎ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ...

  • company_logo