
ছবিঃ সংগৃহীত
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আইন ও ভূমি প্রশাসন অনুষদের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তাদের ফুল, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রসপেক্টাস ও কলম দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান আব্দুর রহিম, সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম মাসুম, সহকারী অধ্যাপক মো. রহমত সরকার, সহকারী অধ্যাপক সউদ বিন আলম প্রতীক ও প্রভাষক আমিনা সারওয়ার। আরো উপস্থিত ছিলেন বিভাগের কর্মকর্তাবৃন্দ, সিনিয়র শিক্ষার্থীবৃন্দ ও নবাগত শিক্ষার্থীরা।
বাংলাদেশের বিদ্যমান ভূমি প্রশাসন ব্যবস্থার উপর দৃষ্টি নিবদ্ধ করে আইনি জ্ঞান সম্প্রসারণ, ভাগাভাগি এবং গঠনের জন্য নিবেদিতপ্রাণ এবং পরবর্তী প্রজন্মের আইন শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয়টি।
বিভাগের প্রধান লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে আইন ও ভূমি প্রশাসন সম্পর্কে অন্বেষণ করা জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং বিশেষ করে ভূমি প্রশাসন ব্যবস্থায় তাদের দক্ষতার ভিত্তিতে ভূমি আইনের ক্ষেত্রে অবদান রাখার জন্য তাদের প্রস্তুত করা। বিভাগটি দক্ষ এবং কার্যকর বিশ্বমানের স্নাতক তৈরি করার লক্ষ্য রাখে যারা তাদের কর্মজীবনে তাদের সেরাটা দেওয়ার জন্য একাডেমিকভাবে সজ্জিত হবে।
খুলনা প্রতিনিধিঃ খুলনার রাজনীতিতে আলহাজ্ব রকিবুল ইসলাম ...
নিউজ ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্য...
নিউজ ডেস্কঃ আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো বি...
নিউজ ডেস্কঃ এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিদ্যমান কেন্দ্রগুলো প...
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (...
মন্তব্য (১)
মাহফুজুর রহমান (২৪-২৫)আইন
প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি যিনি আমাকে স্বপ্ন পুরণ করার তৌফিক দিয়েছেন। সফলতার নির্দিষ্ট কোন সংজ্ঞা না থাকলেও বলা যায় নিজ কল্পনায় লালিত স্বপ্ন কে বাস্তবে রুপ দেওয়াটাই প্রকৃত সফলতা।আমার স্বপ্ন ই হলো ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করা, জমি হারা হাজারো মানুষের চোখের কান্না মুছে দেওয়া, বিধবা বোনদের অধিকার প্রতিষ্ঠা করা আরো একটি স্বপ্ন ন্যায়ের পথে থেকে নিজেকে প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা।তাই স্বপ্ন বাস্তবায়নে আইন বিভাগেই পড়বো এমন কল্পনা ই ছিল।তাই তো ছেড়ে এসেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার সুবিধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো বড় ক্যাম্পাসের আনন্দ ।মনে প্রশান্তি, শক্তি আর সাহস নিয়ে অগ্রসর হচ্ছি এই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগ থেকে ই। ইনশাআল্লাহ মহান সৃষ্টিকর্তা আমাকে নিরাশ করবেন না,আমার চেষ্টা আমার এই ত্যাগ তিনি নিশ্চয়ই সফলতায় রুপায়িত করবেন। পরিশেষে সকলের কাছে দোয়া চাই এই ন্যায়ের পথের ঝান্ডা সর্বদা যাতে উচু রাখতে পারি প্রতিষ্ঠা করতে পারি সুশাসন ন্যায় দ্বারা সুসজ্জিত একটি সুন্দর সমাজ।