
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ (২৫ আগস্ট)। এদিন মোট ২১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
সোমবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন ২১ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মেজর কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এমনটি যেন ভবিষ্যতেও না ঘটে, তা নিশ্চিত করতে চিফ রিটার্নিং অফিসার ও তার টিম কাজ করছে। কোনো ধরনের বৈষম্য বা অসমতা দেখা দিলে, লিখিতভাবে জানালে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। মঙ্গলবার থেকে নিয়ম মেনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। এখন পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ভোট প্রদানে জটিলতা এড়াতে হলে হল কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপ দেখিয়ে ভোট দেওয়া যাবে। মঙ্গলবার সকাল ১১টায় সিনেট হলে সব ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসে আচরণবিধি নিয়ে আলোচনা করা হবে বলেও জানান ড. জসিম উদ্দিন।
ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের দীর্ঘদিনের কিছু প্রশ্নের জবাব দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার কমিশনের পক্ষ থেকে ভোটাধিকার, ভোটকেন্দ্র, আনুষ্ঠানিক প্রচারণা ও প্রার্থী উমামা ফাতেমাকে ঘিরে আলোচনা স্পষ্ট করা হয়। ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমার বিরুদ্ধে নিয়ম ভঙ্গ করে প্রচারণা চালানোর বিষয়ে কমিশনের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি বলেও জানানো হয়।
এদিকে ভোটকেন্দ্র বৃদ্ধির বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, এবার কোনো নতুন ভোটকেন্দ্র যুক্ত করা হবে না।
খুলনা প্রতিনিধিঃ খুলনার রাজনীতিতে আলহাজ্ব রকিবুল ইসলাম ...
নিউজ ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্য...
নিউজ ডেস্কঃ আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো বি...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
নিউজ ডেস্কঃ এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিদ্যমান কেন্দ্রগুলো প...
মন্তব্য (০)