• তথ্য ও প্রযুক্তি

সার্চ ইঞ্জিনে এআই পরিষেবা

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেট গ্রাহকের মধ্যে বিশ্বের প্রায় ৯১ শতাংশই গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। কিন্তু সার্চজিপিটি পুরো সুবিধা নেওয়া সম্ভব হলে গুগলের সেই একক আধিপত্য টিকে থাকবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ডিজিটাল বিশেষজ্ঞরা। তাহলে কি গুগলের জনপ্রিয়তায় ভাটা পড়তে চলেছে– এমন প্রশ্নের সদুত্তর আসলে সময়ই বলে দেবে।

ঠিক এ মুহূর্তে বলা যায়, গুগলকে চ্যালেঞ্জ করেছে নতুন ঘরানার সার্চ ইঞ্জিন। অনেকেই বলছেন, নতুন আর কী! প্রতিযোগিতায় কি গুগল ছাড়া আর কোনো সার্চ ইঞ্জিন নেই এখন? উত্তর– অবশ্যই রয়েছে, তবে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত সার্চ ইঞ্জিন নেই। বলতে গেলে এমন শূন্যতাই পূরণ করছে ওপেনএআই। চ্যাটজিপিটির আদলে তারা উদ্ভাবন করেছে নিজস্ব সার্চ ইঞ্জিন, যার নাম সার্চজিপিটি। অনেকাংশে জিপিটির আদলে তৈরি সার্চ ইঞ্জিন। নির্মাতার দাবি, সার্চ ইঞ্জিনে ইন্টারনেট থেকে রিয়েল টাইম তথ্য ( ডেটা) প্রদর্শিত হবে।

ওপেনএআইর নির্বাহী প্রধান স্যাম অল্টম্যান জানান, আগ্রহীরা প্রয়োজনে ইন্টারনেটে কিছু সার্চ করলে তার সামনে সাইটের শুধু লিঙ্ক নয়; ছবি, ভিডিও ছাড়াও সংক্ষিপ্ত বিবরণ সামনে আনবে সার্চজিপিটি। সার্চে পাওয়া ফলের ওপর আবার আগ্রহীরা বিশেষ প্রশ্ন করার সুবিধা পাবেন। সার্চজিপিটি এমন প্রশ্নের সদুত্তরে যথাযথ তথ্য উপস্থাপন করবে।

আপাতত সার্চ ইঞ্জিনটি বিশেষ সংস্করণের উন্নয়নে কাজ করছে। ফিডব্যাক গ্রহণের উদ্দেশ্যে এই মুহূর্তে অল্প সংখ্যক কিছু গ্রাহক ও পাবলিশার্সের জন্য বিশেষ পরিষেবা সচল রয়েছে। নির্মাতার দাবি, সার্চজিপিটি থেকে প্রয়োজনে সরাসরি চ্যাটজিপিটির সুবিধা নেওয়া যাবে।

 

মন্তব্য (০)





  • company_logo