
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেছেন, দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। বাংলাদেশকে গুম-খুন আর লুটের রাজ্যে পরিণত করেছিল।
শনিবার (২৩ আগস্ট) রাতে উলিপুর পৌরশহর ও উপজেলার বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও পথসভায় এসব কথা বলেন তিনি।
আব্দুল খালেক বলেন, বিএনপি’র ৩১ দফা বাংলাদেশে একটি রাজনৈতিক ঘোষণা নয় বরং এটি এক জাতির আকাঙ্ক্ষার ভাষা। যেখানে আছে ন্যায়বিচারের কথা, প্রশাসনের জবাবদিহিতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, আর মানবাধিকারের প্রতি অঙ্গীকার। বিচার বিভাগ হবে স্বাধীন, নির্বাচন হবে স্বচ্ছ আর রাষ্ট্র হবে সবার জন্য সমান। এ দফাগুলোতে আছে, কৃষক, শ্রমিক, সংখ্যালঘু, নারী ও শিশুদের স্বপ্ন-যারা প্রান্তিক হয়েও রাষ্ট্রের প্রাণ। দুর্নীতির নাগপাশ ছিন্ন করে, এক ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার ডাক যেন প্রতিটি শব্দে বাজে।
তিনি আরো বলেন, ৩১ দফা কোনো দলীয় মঞ্চে বাঁধা নয়। এটি একটি জাতির সম্ভাবনার মানচিত্র। এটি যদি বাস্তবায়ন হয় তবে এ দেশ আবার জেগে উঠবে-নতুন আলোয়, ন্যায়বোধে আর মানুষের ভালোবাসায় এটিই বিএনপি’র প্রত্যাশা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান মঞ্জু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, মৎস্যজীবী দলের আহবায়ক হামিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহা প্রমুখ।
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাস...
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজল...
নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্...
নিউজ ডেস্ক :
উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউ...
নিউজ ডেস্ক : ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না বলে ...
মন্তব্য (০)