• সমগ্র বাংলা

লালমনিরহাটে যুব সমাজের উদ্যোগে বর্ণিল আয়োজনে যুব দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে।রোববার  স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য যুব সংগঠন ও ঝংকার ইয়ুথ কালচারাল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় “ইন্সপায়ার্ড ইয়ুথ ফেস্টিভ্যাল”।

দিনব্যাপী এ আয়োজনে ছিল সাইক্লিং প্রতিযোগিতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, বৃক্ষরোপণ এবং কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জেলার বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক তরুণ-যুবক কর্মসূচিগুলোতে অংশ নেন।

সকালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে শুরু হয় সাইক্লিং প্রতিযোগিতা। এতে নেতৃত্ব দেন অদম্য যুব সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এরপর আয়োজিত হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। হাতে ঝাড়ু ও সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে তরুণরা শহরের বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও উন্মুক্ত স্থানে চারা রোপণ করা হয়।

দিনের শেষভাগে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। তরুণ-তরুণীরা জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুব উন্নয়ন ও সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্নোত্তরে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক আশরাফুল আলম, ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর এবং জেলা যুব সঞ্চালক দীপংকর রায়।

শুভেচ্ছা বক্তব্য দেন ঝংকার ইয়ুথ কালচারাল অর্গানাইজেশনের সভাপতি মোঃ জামাল হোসেন। 

সভাপতিত্ব করেন অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন। সঞ্চালনায় ছিলেন ঝংকার ইয়ুথ কালচারাল অর্গানাইজেশনের সম্পাদক শিব সুন্দর বর্মন এবং অদম্য যুব সংগঠনের সদস্য পুতুল।

মন্তব্য (০)





image

জামালপুরে বিএনপির মশাল মিছিল থেকে বোমা সাদৃশ্য বস্তুর বিস...

জামালপুর প্রতিনিধি : জেলা বিএনপির আসন্ন সম্মেলনকে ...

image

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ...

image

চাটমোহরে কৃষক দল নেতার দুধের মিল থেকে ভেজাল দুধ ও সরঞ্জাম...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক ...

image

‎ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

নিউজ ডেস্কঃ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিরণ পর...

image

সংযোগ সড়ক অসম্পূর্ণ রেখেই চালু হচ্ছে মওলানা ভাসানী সেতু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ সংযোগ সড়ক অসম্পূর্ণ রেখেই চালু হচ্ছে কু...

  • company_logo