• সমগ্র বাংলা

জামালপুরে বিএনপির মশাল মিছিল থেকে বোমা সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ, হরতালের ডাক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জেলা বিএনপির আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে জামালপুরে দলীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সম্মেলন বাতিলের দাবিতে আগামীকাল বুধবার (২০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের অনুসারীরা।


মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় শহরের বকুলতলা এলাকা থেকে শামীম আহমেদের সর্মকরা একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। এসময় সাউন্ড বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনাস্থলের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


শামীম আহমেদ বলেন,'আগামী ২৩ তারিখ মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে জেলা সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণ হরতালের ডাক দেওয়া হয়েছে।'

জানা গেছে, দীর্ঘ ৯ বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর আগে সর্বশেষ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে শহরের সিংহজানী উচ্চ বালক ব্যিালয় মাঠে। ওই সম্মেলনে ফরিদুল কবীর তালুকদার শামীম সভাপতি ও এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মোঃ আতিক বলেন- ‌‌‌‌‌‌‌‘আমি বিষয়টি শুনেছি এবং খতিয়ে দেখছি। বিএনপির আরেকটি পক্ষ একটি মামলা করতে চেয়েছে। এই ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।’

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ...

image

চাটমোহরে কৃষক দল নেতার দুধের মিল থেকে ভেজাল দুধ ও সরঞ্জাম...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক ...

image

‎ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

নিউজ ডেস্কঃ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিরণ পর...

image

সংযোগ সড়ক অসম্পূর্ণ রেখেই চালু হচ্ছে মওলানা ভাসানী সেতু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ সংযোগ সড়ক অসম্পূর্ণ রেখেই চালু হচ্ছে কু...

image

পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান : বিপুল পরিমান অস্ত্র...

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের (...

  • company_logo