• সমগ্র বাংলা

হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের অনিয়ম নিয়ে পিওর ভয়েসের সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী কতৃক হামলা চেষ্টা ও বিদ্যালয়টির শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের দ্রুত তদন্ত ও সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে মেলান্দহ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সামাজিক সংগঠন পিওর ভয়েস। সংগঠনটির সদস্যসচিব আইরিন জান্নাত শান্তা লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় সংগঠনের সদস্য মুসলিমা জান্নাত, ফাতেমা জান্নাতসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আইরিন জান্নাত শান্তা অভিযোগ করেন, গত দুই বছর ধরে হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে একের পর এক ন্যাক্কারজনক ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধান দিচ্ছে না। পরিচালনা কমিটির দায়িত্বশীল ভূমিকা না থাকার অভিযোগও করেন তিনি। বরং উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় নামানো হচ্ছে এবং আন্দোলন দীর্ঘায়িত করা হচ্ছে বলেও দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী সংগঠনের সদস্যরা বিদ্যালয়ের সঠিক তথ্য চাইলে প্রধান শিক্ষিকা রোকশানা বেগম তা দিতে অস্বীকৃতি জানান। এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের উসকে দিয়ে সংগঠনের সদস্যদের ওপর হামলার নির্দেশ দেন বলেও অভিযোগ করা হয়। ওই সময় তাদের রাজনৈতিক ট্যাগ দিয়ে অপমান করা হলেও এ ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের বিরুদ্ধে পাঁচটি নির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করা হয়—১. রশিদ ছাড়া অর্থ আদায় ও ব্যক্তিগত নিয়ন্ত্রণ।, ২. প্রধান শিক্ষক নিয়োগে বৈধতা নিয়ে প্রশ্ন ও ভুয়া সনদ ব্যবহার, ৩. ক্ষমতার অপব্যবহারে আর্থিক অনিয়ম, ৪. শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত না থেকেও বেতন গ্রহণ, ৫. শিক্ষকদের মধ্যে বিভাজন ও বিভিন্ন অভিযোগ।

সংগঠনটির পক্ষ থেকে দাবি জানানো হয়—বিদ্যালয়ের সভাপতি, জেলা শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দ্রুত তদন্ত করে এক সপ্তাহের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

এছাড়া পিওর ভয়েস দেশের সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং দুর্নীতি প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানায়।

 

মন্তব্য (০)





image

জামালপুরে বিএনপির মশাল মিছিল থেকে বোমা সাদৃশ্য বস্তুর বিস...

জামালপুর প্রতিনিধি : জেলা বিএনপির আসন্ন সম্মেলনকে ...

image

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ...

image

চাটমোহরে কৃষক দল নেতার দুধের মিল থেকে ভেজাল দুধ ও সরঞ্জাম...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক ...

image

‎ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

নিউজ ডেস্কঃ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিরণ পর...

image

সংযোগ সড়ক অসম্পূর্ণ রেখেই চালু হচ্ছে মওলানা ভাসানী সেতু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ সংযোগ সড়ক অসম্পূর্ণ রেখেই চালু হচ্ছে কু...

  • company_logo