• শিক্ষা

উলিপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে চার হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ‎

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

‎শনিবার (১৬ আগস্ট) দুপুরে উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলার ৪ হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহেদী, জামায়াতে ইসলামীর উলিপুর উপজেলার আমির মাওলানা মশিউর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুল ইসলাম, উলিপুর উন্নয়ন ফোরামের কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম প্রমুখ।

‎প্রধান অতিথি কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে হবে।” বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আজকের শিক্ষার্থীরাই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

‎প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহেদী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদেরকে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল হতে হবে। “কৃতিত্বের আসল পরীক্ষা শুরু হবে তখন। সততা আর নৈতিকতা ধরে রাখতে পারলেই সাফল্য স্থায়ী হবে।”

‎উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আমাদের উন্নয়নের শক্তি। তাদের স্বপ্ন পূরণে আমরা সবসময় পাশে থাকবো। উলিপুরে নদী ভাঙন রোধে ও উন্নয়নে কাজ করবে 'উলিপুর উন্নয়ন ফোরাম'। তিনি আরো বলেন, উলিপুরে কেউ না খেয়ে থাকবে না, চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না। আমরা উলিপুরকে পরিবর্তন করতে চাই। আমরা ঘরে ঘরে মেধাবী শিক্ষার্থী তৈরি করতে চাই। উলিপুরে ক্ষুদা নামের কোন শব্দ থাকবে না। বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। সুখী সমৃদ্ধ উলিপুর গড়তে কাজ করা হচ্ছে।

‎সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “আজকের এই স্বীকৃতি আমাদের নতুন করে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য ভাল কিছু করার প্রতিজ্ঞা নিয়ে আমরা এগিয়ে যাবো।

‎অনুষ্ঠানে উলিপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা দরকার

নিউজ ডেস্কঃ দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা বিশ্বের সঙ্গে তাল ...

image

ডাকসু নির্বাচন, জুলাই অভ্যুত্থানের আসামিরা অংশ নিতে পারবে...

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জ...

image

মাদরাসা শিক্ষকদের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

নিউজ ডেস্কঃ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্...

image

অকালেই চলে গেলেন ঢাবি ছাত্রী লিজা

নিজস্ব প্রতিবেদকঃ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ...

image

ডাকসু নির্বাচন: মনোনয়ন নিলেন আরও ২২ জন

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু...

  • company_logo