• অর্থনীতি

১০-১২ বছরের মধ্যে নগদ অর্থবিহীন বাংলাদেশ সম্ভব

  • অর্থনীতি

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : ১০ থেকে ১২ বছরের মধ্যে নগদ অর্থবিহীন (ক্যাশলেস) বাংলাদেশ সম্ভব। শুধু নগদ অর্থের মাধ্যমেই দেশের সব মানুষকে ব্যাংকিং নেটওয়ার্কের আওতায় আনা যাবে তা নয়, নগদ অর্থবিহীন লেনদেনের মাধ্যমেও এটি সম্ভব। এটি হলে সরকারের অনেক অর্থ সাশ্রয় হবে। সেই সঙ্গে নোট জালকারীদের তৎপরতা কমে যাবে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ব্যাংকার্স মিট ২০২৫’ অনুষ্ঠানে বিশ্বখ্যাত ফিনটেক বিশেষজ্ঞ ব্রেট কিং এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য, ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা।

ব্রেট কিং বলেন, মোবাইলভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা ও ডিজিটাল পরিচয়ভিত্তিক অবকাঠামো গড়ে তুলতে পারলে বাংলাদেশ খুব দ্রুতই নগদ অর্থনির্ভরতা কাটিয়ে আর্থিক অন্তর্ভুক্তিতে বড় অগ্রগতি অর্জন করতে পারবে। বাংলাদেশে ব্যাংকিং খাতের উচ্চমাত্রায় খেলাপি ঋণ ও প্রশাসনিক নানা সংকট মোকাবিলায় প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলা জরুরি।

দেশে প্রথমবার ব্যাংকার্স মিট অনুষ্ঠানটি আয়োজন করে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ফিলপস লিমিটেড। এতে সহযোগিতা করে সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও এবি ব্যাংক।

ব্যাংকার্স মিটে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নেতারাসহ জ্যেষ্ঠ নির্বাহীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভবিষ্যৎমুখী ডিজিটাল ব্যাংকিং নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে ব্রেট কিং বলেন, চীন ২০১২ সালে বাংলাদেশের মতোই ছিল নগদ অর্থনির্ভর অর্থনীতির দেশ। এখন দেশটিতে খুচরা লেনদেনে নগদ অর্থের ব্যবহার ১ শতাংশের কম। বাংলাদেশও চাইলে একই পরিবর্তন ১০ থেকে ১২ বছরের মধ্যে সম্ভব। তবে এজন্য ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কের মানোন্নয়ন, কম দামে স্মার্টফোনের প্রাপ্যতা ও ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগকে অগ্রাধিকার দিতে হবে।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন বলেন, বর্তমানে দেশের জনপ্রিয় ব্যাংকিং অ্যাপগুলোর সংখ্যা হাতে গোনা, যা আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার জন্য যথেষ্ট নয়।

সমাপনী বক্তব্যে ফিলপসের প্রধান নির্বাহী (সিইও) বিশ্বাস ধাকাল বলেন, ফিলপস উদীয়মান বাজারে বছরের পর বছর সফলতার মাধ্যমে অর্জিত প্রযুক্তি ও পরিচালন দক্ষতার সমন্বয়ে বাংলাদেশে এসেছে। তারা দীর্ঘ মেয়াদে এখানে থাকতে চান। ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা ও শিল্পের অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করে ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিতে চান।

 

মন্তব্য (০)





  • company_logo