
ফাইল ছবি
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে ভ্লাদিমির পুতিন কতটা আন্তরিক, তা তিনি আজকের বৈঠকের ‘প্রথম দুই মিনিটের মধ্যেই’ বুঝে যাবেন।
তবে এরও আগে হয়তো একটি বড় ইঙ্গিত পাওয়া যেতে পারে — রুশ প্রেসিডেন্টের বিমান আলাস্কার অ্যাঙ্কোরেজে কবে অবতরণ করে।
সাত বছর আগে হেলসিঙ্কি শীর্ষ সম্মেলনে পুতিন ট্রাম্পকে বৈঠক শুরুর আগে এক অতিথিশালায় এক ঘণ্টারও বেশি অপেক্ষায় রেখেছিলেন। পুতিন তখন বৈঠক শুরুর নির্ধারিত সময়ের মাত্র ১০ মিনিট আগে পৌঁছান। এটি ব্যাপকভাবে এক ধরনের ‘ক্ষমতার প্রদর্শনী’ হিসেবে দেখা হয়েছিল, বিশেষ করে তিনি একসময় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকেও চার ঘণ্টা অপেক্ষায় রেখেছিলেন।
তবে এখন পরিস্থিতি ভিন্ন। পুতিন ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকের মাধ্যমে বৈশ্বিক মঞ্চে নিজের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করছেন। সময়মতো পৌঁছানো কি চুক্তির ইঙ্গিত দেবে, তা স্পষ্ট নয়; তবে বড় ধরনের দেরি অবশ্যই তাৎপর্যপূর্ণ বার্তা বহন করবে।
মস্কোর অবস্থান
ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুতিন আজ সময়মতো পৌঁছাবেন। ‘প্রেসিডেন্ট সবসময়ই সময়মতো আসেন,’ রাশিয়ার সুদূরপ্রাচ্যের মাগাদান অঞ্চলে বিমানে থাকা অবস্থায় ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যদিও পুতিনের দেরি করার খ্যাতি সুপরিচিত।
রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে পেসকভ আরও জানিয়েছেন, ট্রাম্প ও পুতিনের বৈঠক অন্তত ‘৬ থেকে ৭ ঘণ্টা’ স্থায়ী হতে পারে। রুশ পক্ষের প্রত্যাশা, আলাস্কার এই বৈঠক ‘ফলপ্রসূ’ হবে।
তিনি আরও জানান, দুই নেতার একান্ত বৈঠকে সহকারীদের অংশগ্রহণ থাকবে, যদিও কারা থাকবেন তা স্পষ্ট করেননি।
ক্রেমলিন জানিয়েছে, শীর্ষ সম্মেলনের শুরুতে একান্ত বৈঠকে দোভাষীরা সহায়তা করবেন, এরপর ব্যবসায়িক প্রতিনিধি নিয়ে মধ্যাহ্নভোজের মাধ্যমে আলোচনার ধারা চলবে।
নিউজ ডেস্ক : আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্...
নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং শুক্রবার ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বর্ষণের কারণে ভয়াবহ বন্যা ও ভূ...
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পাশে থাকায় এবং ইহুদিবাদী শাসনব্য...
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থ...
মন্তব্য (০)