• আন্তর্জাতিক

পুতিনকে ‘গুরুতর পরিণতির’ হুঁশিয়ারি ট্রাম্পের

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি না হলে তাকে ‘অত্যন্ত গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  আলাস্কায় আসন্ন বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, হবে। খুবই গুরুতর পরিণতির মুখে পড়তে হবে।’

এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন।  বৈঠকটি ‘খুব ভালো’ এবং ‘খুবই আন্তরিক’ বলে বর্ণনা করেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে পুতিনের সঙ্গে ট্রাম্পের এটিই প্রথম সরাসরি বৈঠক হতে যাচ্ছে। আলাস্কার জনবহুল শহর অ্যাঙ্কোরেজে নির্ধারিত এ বৈঠক থেকে পুতিন, জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের পথ খুলে যেতে পারে বলে তিনি জানান।

ট্রাম্প বলেন, ‘দ্বিতীয় বৈঠক হওয়ার সম্ভাবনা ভালোই আছে এবং তা প্রথমটির চেয়ে বেশি ফলপ্রসূ হতে পারে। প্রথম বৈঠকে আমি বুঝে নেব আমরা কোথায় আছি, কী করছি। যদি প্রথম বৈঠক ভালো হয়, তাহলে খুব দ্রুতই দ্বিতীয় বৈঠক হবে— যেটি আমি প্রায় সঙ্গে সঙ্গেই করতে চাই, যদি পুতিন ও জেলেনস্কি রাজি থাকেন।’

তিনি আরও জানান, শুক্রবারের বৈঠকে ‘কিছু গুরুত্বপূর্ণ বিষয়’ অর্জিত হতে পারে, তবে এটি মূলত সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের ভিত্তি তৈরির জন্য। 

তবে ট্রাম্প এটাও স্পষ্ট করেছেন, ‘হয়তো দ্বিতীয় বৈঠক হবে না, যদি আমি মনে করি এটি উপযুক্ত নয় বা প্রয়োজনীয় উত্তর না পাই। সে ক্ষেত্রে দ্বিতীয় বৈঠক হবে না। 

মন্তব্য (০)





image

পুতিন কি আবারও ট্রাম্পকে অপেক্ষায় রাখবেন?

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে বলেছেন, ইউক্...

image

পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কার পথে ট্রাম্প

নিউজ ডেস্ক : আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্...

image

উত্তর কোরিয়ার সঙ্গে ‘সামরিক আস্থা’ গড়ে তোলার প্রতিশ্রুতি ...

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং শুক্রবার ...

image

প্রবল বর্ষণে ভারতে তীর্থযাত্রীদের ভাসিয়ে নিয়ে গেল কাদার স...

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বর্ষণের কারণে ভয়াবহ বন্যা ও ভূ...

image

‎ইসরাইলকে প্রতিরোধ করায় ইরানের প্রশংসায় হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পাশে থাকায় এবং ইহুদিবাদী শাসনব্য...

  • company_logo