
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন আলাস্কা বৈঠক মূলত ‘প্রেসিডেন্টের জন্য শোনার সুযোগ’ হবে। এতে দ্রুত রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা কম বলে মঙ্গলবার জানানো হয়।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ‘যুদ্ধের সঙ্গে জড়িত পক্ষগুলোর মধ্যে কেবল একটি পক্ষই এই বৈঠকে থাকবে। তাই প্রেসিডেন্ট সেখানে যাচ্ছেন, যাতে তিনি আরও সুস্পষ্টভাবে ও ভালোভাবে বুঝতে পারেন কীভাবে আমরা এই যুদ্ধের সমাপ্তি আনতে পারি।’
তিনি আরও বলেন, ‘এটি প্রেসিডেন্টের জন্য একটি শোনার সুযোগ।’
হোয়াইট হাউস জানায়, আলাস্কার অ্যাঙ্কোরেজে এই বৈঠকে ট্রাম্প ও পুতিন একান্তে আলোচনা করবেন। ভবিষ্যতে ট্রাম্পের রাশিয়া সফরেরও সম্ভাবনা আছে। লেভিট বলেন, ‘সম্ভবত ভবিষ্যতে রাশিয়া সফরের পরিকল্পনা থাকতে পারে।’
তবে বৈঠকের আগে এখনো গুরুত্বপূর্ণ কিছু ইস্যু মীমাংসিত হয়নি। ট্রাম্প এর আগে বলেছেন, এই রক্তক্ষয়ী সাড়ে তিন বছরের সংঘাত শেষ করতে হলে দুই পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে।
কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের সংবিধানে এ ধরনের চুক্তি নিষিদ্ধ এবং ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়।
পুতিন বৈঠকের আগে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে কী ধরনের আলোচনা চলছে—সে বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস। তবে সোমবার ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে পুতিনের সঙ্গে বৈঠকে জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হতে পারে।
লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট সংঘাতের সঙ্গে জড়িত সব পক্ষকেই গভীরভাবে সম্মান করেন এবং এই সংঘাতের অবসানে যারা প্রচেষ্টা চালাচ্ছেন, তাদেরও সম্মান করেন।
আন্তর্জাতিক ডেস্কঃ সিন্ধুর পানিবণ্টন চুক্তি নিয়ে আরও এক...
নিউজ ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘মন পড়তে’ আলা...
নিউজ ডেস্ক : পাকিস্তানের সরকারি এক অডিট প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলা...
নিউজ ডেস্ক : প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাসকে &lsq...
নিউজ ডেস্ক : ভারতের অন্যতম বৃহত্তম কৃষি রপ্তানি খাত চিংড়ি শিল্প বর্তমান...
মন্তব্য (০)