• সমগ্র বাংলা

খুলনায় অবৈধভাবে এলপিজি রিফিল: ফিলিং স্টেশন মালিক আটক, দুই লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরীতে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে রেজাউল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুরে খুলনা হাইওয়ে রোডের মেসার্স সুরাইয়া অটো ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রেজাউল ইসলাম ওই ফিলিং স্টেশনের মালিক বলে জানা গেছে।

হরিনটানা থানার এসআই মো. মোনায়েম মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সুরাইয়া অটো ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে। ওই স্থান থেকে অবৈধ ফিলিংয়ের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও গ্যাস সিলিন্ডারের মুখের ক্যাপসহ অন্যান্য জিনিস জব্দ করা হয়। অভিযানকালে রেজাউল ইসলামকে আটক করা হয়।

মেঘনা-ফ্রেশ এলপিজি কোম্পানির খুলনা ডিভিশনের ব্যবস্থাপক মো. আল আমিন খান বলেন, “এ ধরনের অবৈধ ফিলিংয়ের কারণে সরকার বছরে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। এর ফলে কোম্পানিও ব্যাপক লোকসান ভোগ করছে। সবচেয়ে বড় সমস্যা হলো এইসব অবৈধ সিলিন্ডার ব্যবহারে জনসাধারণের নিরাপত্তা সরাসরি ঝুঁকির মুখে পড়ে। পূর্বেও বিভিন্ন স্থানে এইসব অবৈধ সিলিন্ডারের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।”

ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী জানান, “অভিযানে আমরা মোট ৬৮টি অবৈধ সিলিন্ডার, একটি পিকআপ এবং অবৈধ ফিলিংয়ের সরঞ্জাম জব্দ করেছি। এসবের পরিপ্রেক্ষিতে ফিলিং স্টেশনের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আইন অনুসারে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

অবৈধ এলপিজি রিফিলিংয়ের ভয়াবহতা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা বৃদ্ধি প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করেন। যেহেতু এই অবৈধ কার্যক্রম শুধু সরকারি রাজস্ব ক্ষতি করছে না, পাশাপাশি এটি জনজীবনের নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এলপিজি গ্যাস সিলিন্ডার রিফিলিং সম্পূর্ণ সরকারি অনুমোদিত স্থানে এবং নির্ধারিত নিয়মাবলী মেনে করতে হয়। অবৈধ রিফিলিংয়ের ফলে গ্যাসের মান নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটে এবং বিস্ফোরণের আশঙ্কা বেড়ে যায়। ফলে সরকারি পর্যায়ে অবৈধ কার্যক্রম দমন করতে বিশেষ নজরদারি ও কঠোর পদক্ষেপ প্রয়োজন।

অপরদিকে স্থানীয়রা জানান, এলপিজি গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে এলপিজি ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত তদারকি না থাকায় এই ধরনের অবৈধ কর্মকাণ্ড বাড়ছে। “আমরা চাই প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়, যাতে আমাদের নিরাপত্তা নিশ্চিত হয়,” বলেন এক স্থানীয় ব্যবসায়ী।

অবৈধ গ্যাস রিফিলিং দমনে প্রশাসন ও পুলিশকে আরও সক্রিয় হতে হবে বলে সাধারণ মানুষের প্রত্যাশা। এ বিষয়ে চলমান অভিযান ও ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে কারখানার পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রী...

image

মেলান্দহে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা...

image

ঠাকুরগাঁও সদর হাসপাতালের আউটসোর্সিংয়ের ৩৫, জনর চাকরিচ্যুত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতা...

image

আট দফা দাবিতে ১২ আগস্ট থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট

জামালপুর প্রতিনিধি : বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর ...

image

উলিপুরে ১০ ফিট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে নিষিদ্ধ চায়না ...

  • company_logo