• রাজনীতি

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। দলটির নাম ইউনাইটেড লিবারেল পার্টি (ইউএলপি)।

‎বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দলটির আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ১২ দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।‌

‎মোস্তফা জামাল বলেন, ড. ইউনূস নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। আশা করি, দেশের গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান হবে। কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আমি বলেছিলাম যে, ৪-৫ দিনের মধ্যে সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে। আল্লাহর অশেষ রহমতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস সে কথারই বাস্তবায়ন করেছেন। সেজন্য তাকে আবারও ধন্যবাদ।

‎তিনি বলেন, দেশের রাজনৈতিক কালচারে ঐক্যবদ্ধ থাকা বিভিন্ন কারণে হয়ে উঠে না। অনেকগুলো দল বহু বিভক্ত। এটি ভালো কথা নয়। ঐক্যের বিপরীতে বিভাজনের রাজনীতি বাংলাদেশকে গ্রাস করেছে।  তবে আমরা সবাই মিলে একসঙ্গে পথ চলতে চাই। ইউএলপি নামে নতুন দল খুবই ভালো উদ্যোগ। ৫ আগস্টের চেতনার মধ্য দিয়েই যাত্রা শুরু হলো। আরও ভালোভাবে এগিয়ে যাক- এই প্রত্যাশা।

‎নির্বাচনের সময়সীমা ঘোষণা নিয়ে ১২ দলীয় জোটের চেয়ারম্যান আরও বলেন, আমাদের আত্মতুষ্টির কিছু নেই। ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো মূল্যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।

‎১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি। আজকে শেখ হাসিনাবিরোধী যে ঐক্য ছিল- তাতে ফাটল ধরানোর চক্রান্ত চলছে। আমরা বিভক্ত হলে ফ্যাসিবাদ আবারও ফিরে আসবে। ফলে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। যেকোনো মূল্যে আওয়ামী লীগকে রুখে দিতে হবে। আমরা ফ্যাসিবাদ ও দখলদার মুক্ত সুশাসনের বাংলাদেশ চাই। দেশের মানুষ কিন্তু একটি ভোট দেওয়ার জন্য উম্মুখ হয়ে আছে।

‎সভাপতির বক্তব্যে ইউএলপির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার স্বৈরশাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি, কিন্তু রাজপথ ছেড়ে যাইনি। হামলার শিকার হয়েছি, জেল খেটেছি তবুও বিএনপি ও ১২ দলীয় জোটের আন্দোলনে সক্রিয় ছিলাম এবং আছি আগামীতেও থাকব- ইনশাআল্লাহ।

‎তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলাম তবে ফ্যাসিবাদ পুরোপুরি দূর হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। আমরা ইউএলপি ১২ দলীয় জোটের সঙ্গে থেকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখব।

‎ইউএলপির চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. হুমায়ূন কবিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন-  নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এমএ মান্নান, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতি শওকত আমিন, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মাহমুদ লিটন, ইউএলপির ভারপ্রাপ্ত মহাসচিব কামরুজ্জামান খান, নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব কাজী ইমরুল কায়েস প্রমুখ।

‎অনুষ্ঠানে ইউএলপির কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে চেয়ারম্যান ও মহাসচিবের নাম ঘোষণা করেন প্রধান অতিথি। এ সময় মোনাজাত পরিচালনা করেন ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

মন্তব্য (০)





image

নির্বাচনের আগে সংস্কার, বিচার ও প্রশাসনের নিরপেক্ষতা চায় ...

নিউজ ডেস্ক : জুলাই ঘোষণাপত্র ‘পরিপূর্ণ’ হয়নি এবং অন্তর্বর্তী...

image

গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্ভুক্ত না করলে জুলাই ঘোষণা...

নিউজ ডেস্ক : জুলাই ঘোষণাপত্রে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্ভুক্ত না ক...

image

বিএনপির বিজয় র‌্যালিতে জনস্রোত গণতন্ত্র অভিযাত্রায় ঐক্যের...

নিউজ ডেস্ক : গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ...

image

জুলাই ঘোষণাপত্র বর্জনের ঘোষণা দিল গণঅধিকার পরিষদ

নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্ভুক্ত না কর...

image

‎বাংলাদেশ হবে সবচেয়ে কার্যকর গণতন্ত্রের একটি দেশ: সালাহউদ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সবচেয়ে কার্যকর গণতন্ত্রের একটি দে...

  • company_logo