
ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারি সেক্রেটারী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও আসন্ন সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আগামী দিনের ভাগ্য নির্ধারণ হবে। দেশ কোন পথে পরিচালিত হবে, দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদ শক্তির হাত ধরে নাকি দেশ বিরোধী ফ্যাসিস্ট ও তাদের দোষরদের মাধ্যমে। দীর্ঘ ১৬ বছর দেশের মানুষ বিদেশী শক্তি প্রভাবিত আওয়ামী ফ্যাসিস্টদের হাতে জিম্মি ছিল। জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে দেশের ছাত্র-জনতা তাদের জীবন উৎস্বর্গ করে দেশকে মুক্ত করেছেন। তাদের যে লক্ষ্য, যে স্বপ্ন-আকাঙ্খা ছিল তা পূরণ করার দায়িত্ব আমাদের সকলের। আগামী সংসদ নির্বাচনে দেশ প্রেমিক ইসলামী মূল্যবোধ সম্পন্ন ব্যাক্তিদের নির্বাচিত করে জুলাই শহীদ ও আহতদের ত্যাগের প্রতি সম্মান জানাতে হবে। কারণ তাদের এই বিশাল ত্যাগ ব্যতীত আমরা আওয়ামী জালিমের কারাগার থেকে মুক্ত হতে পারতাম না।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও শহর শাখা আয়োজিত আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র কমিটির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে অনেক দলকে এদেশের মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল, কিন্তু সরকারে গিয়ে সবাই নিজেদের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকে। দেশের সাধারণ মানুষের কথা তারা ভাবে না। তাদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কর্মসংস্থান নিয়ে কেউ ভাবে না। এমপি মন্ত্রীদের উন্নয়ন ঠিকই হয়, কিন্তু তাদের এলাকার সাধারণ মানুষের উন্নয়ন ঘটে না। আগামীতে যদি দেশের মানুুষ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দেয়, তাহলে আমরা তাদের সেবক হয়ে কাজ করতে চাই, শাসক হয়ে নয়।
কর্মীদের উদ্দেশ্যে দেলাওয়ার হোসেন বলেন, আগামী দিনে আপনারা যারা ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, তারা মনে রাখবেন, ভোট হচ্ছে আমানত। জনগণ তাদের আমানত ভোট কেন্দ্রে জমা দিয়ে যাবে, তা পাহারা দেয়ার দায়িত্ব আপনাদের। কোন অবস্থাতেই এ দায়িত্বে অবহেলা করা যাবে না। ভোট গ্রহণ থেকে শুরু করে, গনণা ও ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোন অবস্থাতেই কেন্দ্র ছাড়া যাবে না। যত বাধা বিপত্তি আসুক দায়িত্বে অটল থাকতে হবে।
ঠাকুরগাঁও শহর জামায়াতের আমীর অ্যধক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীম এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, বর্তমান জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারী মোহাম্মদ আলমগীর, সহকারি জেলা সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ প্রমুখ।
নিউজ ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম...
নিউজ ডেস্ক : দক্ষিণপন্থা নামক ট্যাগ দিয়ে দেশে পুনরায় ইসলামপন্থিদের কোণঠ...
নিউজ ডেস্ক :
আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আ...
নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনঃনির্ধারণে জোনভিত্তিক ...
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহম...
মন্তব্য (০)