
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ নারী শক্তিকে কাজে লাগাতে বিএনপি আগামীতে কর্মপরিকল্পনা তৈরি করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ চালু করেছিলেন। বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক সংখ্যক নারীকে রাষ্ট্র এবং রাজনীতির বাইরে রেখে কখনোই নিরাপদ বাংলাদেশ গঠন করা সম্ভব নয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক আলোচনায় ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।
তারেক রহমান বলেন, নারী শক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে কখনোই রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। শুধু বাংলাদেশ নয়, কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না। সে কারণেই নারী শক্তিকে প্রাধান্য দিয়ে তাদের নিরাপত্তা, শিক্ষিত করে তোলা এবং তাদের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি কর্মপরিকল্পনা করছে। তিনি বলেন, বিএনপির নীতি মানবিক মূল্যবোধে উজ্জীবিত দক্ষ জনশক্তি তৈরি করা। নিরাপদ কর্মপরিবেশ এবং নতুন কর্মসংস্থান তৈরি করা। গ্লোবালাইজেশনের যুগে বাংলাদেশের প্রেক্ষাপটে নারীরা অর্থনৈতিক স্বাবলম্বিতায় অনেক পিছিয়ে আছেন। নারীদের স্বাবলম্বী করার জন্য বিএনপি কিছু উদ্যোগ নিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশের পরিবারের কথা যদি চিন্তা করি, এর সংখ্যা দাঁড়ায় প্রায় চার কোটি। এর মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে প্রথম পর্যায়ে ৫০ লাখ প্রান্তিক পরিবারকে ফ্যামিলি কার্ড সরবরাহ করব। বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পায়, তবে পরিবারের নারী প্রধানের নামে এই কার্ডটি ইস্যু করা হবে।
নিউজ ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম...
নিউজ ডেস্ক : দক্ষিণপন্থা নামক ট্যাগ দিয়ে দেশে পুনরায় ইসলামপন্থিদের কোণঠ...
নিউজ ডেস্ক :
আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আ...
নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনঃনির্ধারণে জোনভিত্তিক ...
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহম...
মন্তব্য (০)