প্রতীকী ছবি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ১৫বছর বয়সি এক কিশোরীকে ধান কাটা কাস্তে দিয়ে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় স্থানীয়রা সুলতান সরদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। আহত ওই কিশোরীকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় যুবক সুলতানকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামে। আটক সুলতান ওই গ্রামের নম সরদারের ছেলে।
আহত কিশোরীর বাবা জানান, দীর্ঘ দিন আগে থেকে যুবক সুলতান তার মেয়েকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার তাকে নিষেধও করা হয়েছে। বুধবার বিকেলে তার মেয়ে ছাগলকে খাস খাওয়ানোর জন্য কালীগ্রাম কসবাপাড়ার গোসাইপুকুর পাড়ে গেলে সেখানে যুবক সুলতান গিয়ে তার মেয়ের পথরোধ করে বিভিন্ন ভাবে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে সুলতান তার হাতে থাকা ধান কাটা কাস্তে দিয়ে মেয়ের গলা কেটে হত্যার চেষ্টা করে। এসময় গলার একাধীকস্থানে কেটে যায় এবং হাত দিয়ে কাস্তে আটকানোর চেষ্টা করলে তার মেয়ের হাতের চারটি আঙ্গুলও কেটে যায়। এসময় তার মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে মেয়েকে রক্ষা করে। এসময় যুবক সুলতান দৌড়ে পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়। আহত কিশোরীকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। এব্যাপারে তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, কিশোরী মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টার সময় স্থানীয় জনতা সুলতানকে আটক করে পুলিশে দিয়েছে। এঘটনায় আহত যুবতির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় সুলতানকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বাক প্রতিবন্ধী ও বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে (২১)...
নিউজ ডেস্কঃ বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) চেয়ারম্...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারন সরকারি খাদ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
নিউজ ডেস্কঃ গোটা দেশে আলোচনার ঝড় তোলে রূপপুর পারমাণবিক বিদ্য...

মন্তব্য (০)