• সমগ্র বাংলা

শ্রীপুরে বিএনপির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩০ লক্ষ টাকার মালামাল লুট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বিএনপির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময়  ডাকাত দলের সদস্যরা  আগ্নেয়াস্ত্র উঁচু করে ভয়ভীতি হুমকি মারধর করে ৩০ লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা পয়সা লুটপাটের ঘটনা ঘটে। ২৫ জনের একটি সঙ্গবদ্ধ ডাকাত দল ঘরের দরজা ভেঙে পিস্তল ঠেকিয়ে সবকিছু লুটপাট করে নেয়।

 

 শুক্রবার(২৫ জুলাই)  দিবাগত রাত ৩ টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী মো. আফাজ উদ্দিন মন্ডল শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের প্রয়াত শুক্কুর আলী মন্ডলের ছেলে। তিনি শ্রীপুর পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। 

 

ভুক্তভোগী আফাজ উদ্দিন মন্ডল বলেন, আমার বসতবাড়ির চারপাশে সীমানা প্রাচীর রয়েছে। ডাকাত দল সীমানা প্রাচীর টপকে বাড়ির ভেতর প্রবেশ করে গেটের তালা কাটে ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। কারেন্টের অতিরিক্ত লোডশেডিং এর কারণে আমার থাকার ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করেই বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠে দেখি কালো কাপড়ে মুখ বাঁধা চারজন আমাকে ঘিরে রেখেছে। একজনের হাতে পিস্তল। বাকি সবার হাতে দেশীয় অস্ত্র। এরপর ওঁরা আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে কোথায় কি আছে সব বের করে দে। আমার মাথার উপর পিস্তল তাক করে রাখে। অন্যান্য ঘরের দরজা ভাঙার শব্দ পায়। এরপর আমি তাদের কাছে নিরুপায় হয়ে বলি যা আছে  সবকিছু নিয়ে চলে যাও আমার সন্তানদের মারধর করো না। এভাবে ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত ওরা লুটপাট করে সবকিছু লুটপাট করে নিয়ে যায় । ডাকাত দল আমার দুই ছেলেসহ আমার ঘর থেকে ১০ লাখ ৩০ হাজার টাকা, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুটে নেয়। এছাড়াও বেশ কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায়।

 

 তিনি আরও জানান, আমার জমির দলিল, মামলার কাগজপত্রও ওরা নিয়ে যায়। যাওয়ার সময় ওঁরা আমাদের সবাইকে জামাকাপড় দিয়ে হাত-পা বেঁধে হুমকি দিয়ে বাড়ি ত্যাগ করে। 

 

ভুক্তভোগী আফাজ উদ্দিন মন্ডলের পুত্রবধূ মাহমুদা আক্তার বলেন, প্রতিদিনের ন্যায় আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে ঘরের দরজার বিকট শব্দে ঘুম ভেঙে যায়। কে কে জিজ্ঞেস করতেই উত্তর দেয় আমরা ডাকাত। কোন শব্দ করলে সবাইকে মেরে ফেলবো। এই বলে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের সবকিছু তছনছ করে খোঁজা খোজি করে ঘরে থাকা নগদ ৩ লাখ ৩০ টাকার টাকা ৭ ভরি স্বর্ণ ও তিনটি মোবাইল ফোন লুটপাট করে নেয়। যাবার সময় স্বামীসহ সবার হাতপা বেঁধে চলে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।

মন্তব্য (০)





image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় ড্রোন, উদ্বিগ্ন এলাকাবাসী

লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি ...

image

চাটমোহরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় বৃহস্প...

image

লালমনিরহাটে ইউএনওর স্বাক্ষর জালিয়াতি, অধ্যক্ষকে শোকজ

লালমনিরহাট প্রতিনিধি: শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নী...

image

পঞ্চগড়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

পঞ্চগড় প্রতিনিধি : ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে সীমান্তে বিজিব...

image

শেরপুরে ঘরোয়া ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : শেরপুর দমদমা কলিগঞ্জ ঘরোয়া ফুটবল লীগের শি...

  • company_logo