
ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি : বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রয়াত শিক্ষিকা মাহেরিন চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রংপুর, নীলফামারী ও ঠাকুরগাঁও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য এবং বর্ডারগার্ড স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (২৬ জুলাই) সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামের মাহিরিন চৌধুরীর পারিবারিক কবরস্থানে গিয়ে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় তারা তার আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করেন এবং দোয়া মাহফিলে অংশ নেন।
রংপুর বর্ডার গার্ড স্কুলের শিক্ষার্থী আসিফ বলেন, মাহেরিন ম্যাম আমাদের অনুপ্রেরণা। তার মতো শিক্ষকদের কারণেই সমাজে এখনো একটা মূল্যবোধ টিকে আছে। বাবা মায়ের পরে যে শিক্ষকের অবস্থান মাহেরিন ম্যাম এই কথাটি আবারো প্রমাণ করলেন। তিনি দেখিয়ে দিয়েছেন বাবা মায়ের পরে শিক্ষকরাও কীভাবে তাদের বাচ্চাদের রক্ষা করার জন্য জীবন দিতে পারে।
ঠাকুরগাঁ বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাইফ বলেন, আমাদের বাবা মায়েরা যে ভরসায় আমাদেরকে স্কল বা কলেজে পাঠিয়ে নিশ্চিন্ত থাকেন সেই ভরসার জায়গাটা মাহেরিন ম্যাম আরো শতগুণ বাড়িয়ে দিয়েছেন। তিনি দেখিয়ে দিয়েছেন কীভাবে স্কুলে শিক্ষকরা অভিভাবকের দায়িত্ব পালন করেন।
বিজিবি সেক্টর কমান্ডার গোলাম রব্বানী বলেন, আমরা সকলে অবগত আছি মাহেরিন ম্যাম তিনি ৮০% দগ্ধ হাওয়ার পরেও তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন তার শিক্ষার্থীদের প্রাণে বাঁচাতে। তার এই মহান আত্মত্যাগ, মানবিকতা তার সাহসিকতা পুরা জাতিকে অনুপ্রাণিত করেছে। এই হৃদয়বিদারক ঘটনার জন্য বিজেপি পরিবারও অনুতপ্ত। বিবেকের ডাকে সাড়া দিয়ে বিজেপি পরিচালিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে আমরা বিজিবি সদস্যরা আজ এখানে উপস্থিত হয়েছি এই মহান মহীষী নারীর শেষ ঠিকানায় সময় দিতে শ্রদ্ধা নিবেদন করতে। আমরা এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে এবং পুষ্পমাল্য অর্পণ্যের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন দোয়ার মাধ্যমে তার বিধি আত্মার মাগফেরাত কামনা করেছি।
লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় বৃহস্প...
লালমনিরহাট প্রতিনিধি: শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নী...
পঞ্চগড় প্রতিনিধি : ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে সীমান্তে বিজিব...
শেরপুর প্রতিনিধি : শেরপুর দমদমা কলিগঞ্জ ঘরোয়া ফুটবল লীগের শি...
মন্তব্য (০)