• লিড নিউজ
  • রাজনীতি

এবার পূর্বের শাসনব্যবস্থা নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আগের শাসনব্যবস্থা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সোয়া ১১টায় খুলনার দাকোপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানে আয়োজিত পথসভায় তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

জামায়াত আমির বলেন, অনেক শাসন দেখেছি। ওগুলো শাসন ছিল না, ছিল শোষণ। 

তিনি আরও বলেন, আমরা এখন সৎ শাসক চাই। কুরআনের শাসন চাই।

ডা. শফিকুর রহমান বলেন, দ্বীনের পথে লড়তে চাই জীবনের শেষ শ্বাস পর্যন্ত। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। 

তিনি বলেন, রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। ইয়া মাবুদ তুমি বাংলাদেশে কুরআনের শাসন দাও।

দাকোপ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আক্তারুজ্জামানের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

উপজেলা সেক্রেটারি মাওলানা মো. ওয়াহিদুজ্জামানের পরিচালনায় এ সময় কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান ও মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, খুলনা মহানগরী ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলন, খুলনা জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, বাগেরহাট জেলা নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইশবাল হোসেন, খুলনা জেলা কর্ম ও শূরা সদস্য অধ্যাপক আব্দুর রব, বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ মো. আবু ইউসুফ, চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, পাইকগাছা উপজেলা আমির মাওলানা আবু সাঈদ ও কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বিচারপতি খায়রুল হক: ...

নিউজ ডেস্কঃ সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে কঠোর সমাল...

image

আগামী বছরের প্রথমার্ধেই নির্বাচন হতে হবে:ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্কঃ আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হতে হবে। তবে এক্ষেত্র...

image

জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে ...

নিউজ ডেস্কঃ জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না ...

image

অন্তর্বর্তী সরকারের দুর্বলতা না দেখে, সদিচ্ছা বড় করে দেখা...

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী...

image

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জামায়াতের ...

রংপুর ব্যুরোঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শ...

  • company_logo