• লিড নিউজ
  • রাজনীতি

এই সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের হয়ে যাচ্ছে: রুহুল কবির রিজভী

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গণতন্ত্র এখনো নিরাপদ নয় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের সরকার হয়ে যাচ্ছে। সোমবার (২১ জুলাই) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের আরব আমিরাতের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, বাংলাদেশ ছিল শেখ হাসিনার বানানো একটি কারাগার। গোটা বাংলাদেশটাই তিনি আয়নাঘরে পরিণত করেছিলেন। আত্মগোপন করে থাকা বাংলাদেশে সম্ভব ছিল না। যারা টাকা পাচারকারী তারা প্রতাপের সাথে ঘোরাফেরা করেছে। যারা খুনি হত্যাকারী তাদের পিঠে আওয়ামী লীগের সিল থাকলে তারা সমাজের সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হয়ে গেছেন।

বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র এখনো নিরাপদ নয়, অবাধ সুষ্ঠু নির্বাচন কবে হবে এটি নিয়ে নানা ধরনের গোজামিল দেখতে পাচ্ছি। এটা হওয়ার কথা নয়। শেখ হাসিনার দুঃশাসনমুক্ত বাংলাদেশে আমরা দেখবো গণতন্ত্রের শর্তগুলো পূরণ হচ্ছে। এখানে রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করবে, স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে সংগঠন করবে। এটার জন্যই এই লড়াই এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এখানে কোনও গুন্ডামি সন্ত্রাসীর আশ্রয় থাকবে না। যেটা শেখ হাসিনা করেছিলেন।

রিজভী বলেন, কয়েকটি রাজনৈতিক দল যারা আন্দোলনের সমর্থন করেছেন, তারা অবশ্যই আন্দোলনে ছিল, কিন্তু সেভাবে কী তারা ছিলেন? এটাও প্রশ্ন। তবে গণতান্ত্রিক আন্দোলনে তাদের সমর্থন ছিল। আমাদের ছাত্র ভাইরা একটা দল করেছেন-এনসিপি। এটা করতেই পারেন। এ জন্যই তো আন্দোলন সংগ্রাম হয়েছে। যতদিন আপনারা সাধারণ ছাত্র দিলেন এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, ততদিন আমরা আপনাদের আমাদের ছোটভাই বা সন্তান হিসেবে দেখেছি। এখন আপনাদের মনে করি, গণতান্ত্রিক শক্তির একটা অংশ। কিন্তু আপনারা সব কিছু বাদ দিয়ে যখন রাজনৈতিক দল করলেন, করলে নিশ্চয়ই আমাদের সমালোচনা করবেন। আমাদেরও আপনাদের ব্যাপারে সমালোচনা থাকবে, সেটা হলো এত ছাত্রের যে জীবন চলে গেলো এদের তো বিচার সম্পন্ন হলো না। বিচার সম্পন্ন না করে আপনারা মন্ত্রিত্ব, উপদেষ্টা পদ নিয়েছেন, দল গঠন করলেন। এই পার্টি আরও পরে করা যেত। 

তিনি বলেন, ক্রমান্বয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নানা ধরনের দুর্বলতা দেখা যাচ্ছে। সমাজের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলার প্রচণ্ড অবনতি দেখা যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা জটিল হচ্ছে। শুল্কহার ৫০ শতাংশ হয়ে গেছে। নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন না করলে এসব সমস্যা আরও বাড়বে। 

মন্তব্য (০)





image

রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বিচারপতি খায়রুল হক: ...

নিউজ ডেস্কঃ সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে কঠোর সমাল...

image

আগামী বছরের প্রথমার্ধেই নির্বাচন হতে হবে:ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্কঃ আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হতে হবে। তবে এক্ষেত্র...

image

জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে ...

নিউজ ডেস্কঃ জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না ...

image

অন্তর্বর্তী সরকারের দুর্বলতা না দেখে, সদিচ্ছা বড় করে দেখা...

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী...

image

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জামায়াতের ...

রংপুর ব্যুরোঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শ...

  • company_logo