
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর বলেছেন, শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয়। রোববার (২০ জুলাই) রাজধানীর জিয়া উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘একজন শহীদের মা, কেঁদে কেঁদে বলছিলেন, যে ছেলেটিকে দেখ আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি আমার ভষিষ্যতের; সেই ছেলেটিকে ওরা কেড়ে নিয়ে গেছে। কেড়ে নিয়ে গেছে একটা নিদারুন ভয়াবহ মর্মান্তিক পাশবিকভাবে। তাকে গুলি করে মেরেছে, পড়ে গেছে, এরপর একটা ভ্যানের মধ্যে উঠিয়েছে, বেঁচে আছে নাকি মরে গেছে সেটা না দেখে আরও ৬-৭টা লাশের সাথে তাকে পুড়িয়ে দিল। চিন্তা করতে পারেন? একটা স্বাধীন দেশের নাগরিক আমরা!’
তিনি বলেন, ‘আমরা ৭১ সালে যুদ্ধ করেছিলাম, একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের প্রশাসন, যারা রাষ্ট্রর নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে, যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে। তারা আজ আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। কী নির্মম, নৃশংস, অমানবিক। এ জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না।’
মির্জা ফখরুল বলেন, ‘হাসিনা মানব জাতির একটা কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। যারা আহত হয়েছেন, চোখ হারিয়েছেন; তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না করলে ভবিষ্যতে জাতি আমাদের গ্রহণ করবে না। এ জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা ফান্ড রেইজ করবো। সেই ফান্ড থেকে এই পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করবো।’
তিনি বলেন, ‘মানুষের গুণ মান যত উন্নতি হবে, এ জাতি তত উন্নত হবে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমার কাছে সেই ধরনের একটা কর্মসূচি, যেখানে আমরা একটি উন্নত রাষ্ট্রচিন্তার নিদর্শন দেখতে পাই। যেহেতু আজ গোটা পৃথিবী ক্লাইমেট সমস্যাই আক্রান্ত, আমাদের বাংলাদেশ আরও বেশি করে আক্রান্ত, এখানে সবুজের পরিমাণ প্রয়োজনের তুলনা কম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারাদেশে ১০ লক্ষ গাছ লাগানোর মধ্য দিয়ে বাংলাদেশকে সবুজ করার একটা প্রক্রিয়া শুরু করেছেন।’
নিউজ ডেস্কঃ বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখতে মির...
নিউজ ডেস্কঃ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ জামায়াতে ...
নিউজ ডেস্কঃ বান্দরবান নিয়ে আগের এক বক্তব্যের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ কর...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়া...
নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদ যেন পুনর্বাসনের সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ...
মন্তব্য (০)