• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা, বন্ধ মস্কোর বিমানবন্দর

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের টানা ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান সব বিমানবন্দর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এতে কমপক্ষে ১৪০টি ফ্লাইট বাতিল হয়েছে। রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, শনিবার সকাল থেকে ২৩০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া, যার মধ্যে রাজধানীর আকাশ থেকে ২৭টি ড্রোন ভূপাতিত করা হয়।

দেশটির বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বলেছে, ইউক্রেনের হামলায় মস্কোর প্রধান সব বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। হামলার কারণে সেখানকার ১৩০টিরও বেশি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। পরবর্তীতে সব বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু করা হয়েছে।

রুশ অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটরস জানিয়েছে, ড্রোন হামলার কারণে মস্কোর বিমানবন্দরগুলো ২৪ ঘণ্টার মধ্যে ১০ বার বন্ধ ছিল। মস্কোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কালুগা অঞ্চলও হামলার শিকার হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল থেকে কালুগা অঞ্চলে ৪৫টি ড্রোন প্রতিহত করেছে তারা, যার ফলে কালুগা আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ করা হয়।

রাশিয়ায় এমন ঘটনা এটিই প্রথম নয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জানিয়েছে, মে মাসে, কিয়েভ ২৪ ঘণ্টার মধ্যে ৫০০ টিরও বেশি ড্রোন হামলা চালানোর পর দেশজুড়ে বিমানবন্দরগুলোতে কমপক্ষে ৬০ হাজার যাত্রী আটকা পড়েছিলেন।

এদিকে, ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, দোনেস্কের বিভিন্ন অংশে রাশিয়ার বিমান হামলায় দুজনের মৃত্যু হয়েছে, অন্যদিকে সুমিতে আবাসিক ভবন পুড়ে যাওয়ার পর ৭৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রোববার রাতের দিকে তারা ৫৭টি রাশিয়ান ড্রোনের মধ্যে ১৮টি গুলি করে ভূপাতিত করেছে এবং রাডার জ্যাম হওয়ার পরে আরও সাতটি ড্রোন নিয়ন্ত্রণ হারায়।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নরেন্দ্র মোদীর শোক

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় &ls...

image

পরাজয়ের পরও ক্ষমতা ছাড়তে চান না জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের ক্ষমতাসীন জোট দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের...

image

ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন ওবামা: যুক্তরাষ্...

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড সাবেক প...

image

এবার নষ্ট খাবার খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্কঃ খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানম...

image

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ৩১ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ...

  • company_logo