• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এফবিআই'র 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদেমকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি হিসেবে তালিকাভুক্ত করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এফবিআই এই তথ্য নিশ্চিত করেছে।

এক্সবার্তায় বলা হয়েছে, এফবিআই'র অবসরপ্রাপ্ত বিশেষ এজেন্ট রবার্ড এ লেভিনসন ওরফে বব লেভিনসনকে অপহরণ, বন্দি করা এবং সম্ভাব্য হত্যার দায়ে মোঘাদেমকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এফবিআই'র বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, রবার্ট এ লেভিনসন ১৯৯৮ সালে এফবিআই থেকে অবসর গ্রহণ করেন। পরে ২০০৭ সালের ৮ মার্চ বেসরকারি তদন্তকারী হিসেবে ইরানের কিশ দ্বীপে গিয়েছিলেন। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

যে সময় লেভিনসন অপহৃত হয়েছিলেন, সে সময় ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন রেজা আমিরি মোঘাদেম। লেভিনসনের নিখোঁজ হওয়ার ঘটনায় ২০২৫ সালের মার্চে মোঘাদেম এবং আরও কয়েকজন ইরানি কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে দায়ী করা হয়।

ইতোমধ্যে মোঘাদেমের মাথার দাম ৫০ লাখ ডলার ঘোষণা করেছে এফবিআই। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেভিনসনের বর্তমান অবস্থান সংক্রান্ত যেকোনো নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতাকে ২ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে।

মোঘাদেমকে 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় অন্তর্ভুক্তির পর মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের কূটনৈতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান জিম রিসশ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় বলেন, "বব লেভিনসন একজন নিবেদিতপ্রাণ বাবা এবং দেশপ্রেমিক আমেরিকান ছিলেন। আমরা কখনও বব এবং তার পরিবারকে ভুলব না এবং ইরানকে অবশ্যই এজন্য জবাবদিহি করতে হবে।"

তবে, এই ইস্যুতে ইরানের সরকার বা পাকিস্তানের ইরানি দূতাবাস থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে জিও নিউজ।

মন্তব্য (০)





image

এবার নষ্ট খাবার খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্কঃ খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানম...

image

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ৩১ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ...

image

বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে চীন

আন্তর্জাতিক ডেস্কঃ তিব্বতে ইয়ারলুং সাংপো (ব্রহ্মপুত্র হিসেবে প্রবেশ করেছে বা...

image

পরপর তিন শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হেনেছে শক্তিশা...

image

২০ বছর বেশি সময় কোমায় থেকে মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপু...

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ‘ঘ...

  • company_logo